
কক্সবাজারে ১০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টায় হিলডাউন সার্কিট হাউস প্রাঙ্গনে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, পুলিশ প্রশাসন ও কোষ্টগার্ড কর্তৃক বিগত ছয় মাসে বিভিন্ন স্থান থেকে জব্দকৃত ও আদালত কর্তৃক মামলা নিস্পত্তিকৃত বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এ সময় ধ্বংস করা হয়। এর মধ্যে রয়েছে ইয়াবা দুই লক্ষ পঁচাত্তর হাজার দুইশত নয় পিস, বিলাতী মদ ১৫৬ বোতল, চোলাইমদ ১০ লিটার, গাঁজা ১৮৮০ কেজি, হেরোইন ৪০০ মি: গ্রাম ও ফেনসিডিল ১০৫ বোতল। জেলা প্রাশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহাগ চন্দ্র সাহা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সুপার চৌধুরী ইমরুল হাসান, কক্সবাজার অঞ্চলের সহকারী পরিচালক হুমায়ুন কবির খন্দকার, টেকনাফ সার্কেলের পরিদর্শক মোঃ ইব্রাহীম খান, সদর সার্কেলের পরিদর্শক ইদ্রীস আলী, কোষ্টগার্ড কক্সবাজার ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম এ নেওয়াজ ও সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মূল্য আনুমানিক দশ কোটি টাকা হবে বলে মাদকদব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জানিয়েছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।