৯ সেপ্টেম্বর, ২০২৫ | ২৫ ভাদ্র, ১৪৩২ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

download

 কক্সবাজার সদরে এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার বেলা ১২টায় ভারুয়াখালী ইউনিয়নের আনোয়ারা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাক আহমদ (৪০) ভারুয়াখালী ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার নুর আহমদের ছেলে।

নিহত যুবকের চাচা ইউছুপ আলী জানান, মোস্তাক আহমদকে চার-পাঁচজন দুর্বৃত্ত মারধর করছে এমন খবর পেয়ে তিনি সহ আত্মীয়স্বজনরা তাৎক্ষণিক আনোয়ারা বাজারে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, কয়েকদিন আগে স্থানীয় কয়েকজন দুর্বৃত্তের সঙ্গে নিহত মোস্তাক আহমদের মালিকানাধীন দোকান সংক্রান্ত বিষয়ে ঝগড়া বিবাদ হয়। এরপর থেকে তাকে প্রতিনিয়ত হুমকি-ধমকি প্রদর্শন করত ওই দুর্বৃত্তরা। ঘটনার কয়েকদিন আগে যে দুর্বৃত্তদের সঙ্গে ঝগড়া হয়েছে তারাই আমার ভাতিজাকে হত্যা করেছে। ঘটনাটি বাজারে জনসম্মুখে ঘটেছে এবং প্রত্যক্ষদর্শী লোকজন গুলিবর্ষণ ও কুপিয়ে মোস্তাককে হামলা করেছে বলে জানান তিনি।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম  জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের শরীরে গুলি ও ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। হত্যার কারণ উদ্ঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারের পুলিশ অভিযান চালাচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।