২৭ ডিসেম্বর, ২০২৫ | ১২ পৌষ, ১৪৩২ | ৬ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা

কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

coxbazar_banglanews24_144142435

 কক্সবাজার জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ আলম (৬৯) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুর ২টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. সায়েদ হোসেন। তিনি টেকনাফ পৌর এলাকার পল্লান পাড়ার বসিন্দা।

এর আগে অসুস্থাবস্থায় এই কয়েদিকে সোমবার সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কক্সবাজার সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আব্দুস সালাম বাংলানিউজকে জানান, সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত অবস্থায় মোহাম্মদ আলমকে হাসপাতালে আনা হয়। এ সময় তার শরীরে প্রচণ্ড জ্বর ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

কক্সবাজার জেল সুপার মো. সায়েদ হোসেন বাংলানিউজকে জানান, ওই কয়েদি নারী ও শিশু নির্যাতন মামলায় ১৯৯৭ সাল থেকে কারাগারে ছিলেন। ২০০৩ সালে তার যাবজ্জীবন সাজা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

ময়নাতদন্ত শেষে মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।