২৪ আগস্ট, ২০২৫ | ৯ ভাদ্র, ১৪৩২ | ২৯ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

কক্সবাজারে বৃষ্টির জন্য নামাজ ও মোনাজাত

কক্সবাজার প্রতিনিধি:
বর্ষার ভর মৌসুমে বৃষ্টিহীন দেড় মাস অতিবাহিত  চাষাবাদ স্থবির তাপদাহে জনজীবন বিপন্ন এক ফোটা রহমতের বৃষ্টি কামনায় কক্সবাজারে পৃথক স্থানে বৃষ্টির জন্য সালাতুল ইস্তেকারের মাধ্যমে বিশেষ মোনাজাত করা হয়েছে। এতে নানান শ্রেনী পেশার মানুষের ঢল নামে।
গতকাল মঙ্গলবার সকাল  সাড়ে আটটায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃষ্টির জন্য নামাজ শুরু  হয়। বোয়ালখালী মাদ্রাসা, মাইজ পাড়া আজি জিয়া নুরুল উলুম মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসা থেকে আগত ছাত্র-শিক্ষক ও নানা শ্রেনী পেশার অসংখ্য লোকজনের সমাগম ঘটে।
নামাজের পূর্বে সংক্ষিপ্ত বয়ান করেন-স্বনামধন্য আলেমেদ্বীন হয়রত মাওলানা ইমাম জাফর আলম ও মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার শিক্ষক মুবিনুল হক জমিরী।
ইমাম জাফর আলমের খুতবা পড়ার মধ্য দিয়ে স্কুল মাঠে দুই রাকাত নামাজ আদায় করেছেন আগত বিপুল সংখ্যক মুসল্লীরা। পরে মোনা জাতে অংশ নেন।
নামাজ শেষে মোনাজাত পরিচালনা করেছেন এলাকার সুপরিচিত ওয়ায়েজ মাওলানা ইমাম জাফর আলম। দীর্ঘক্ষন মোনাজাতে প্রচন্ড গরম সহ্য করে শুরু থেকে শেষ পর্যন্ত অপেক্ষা করে মুসল্লীরা। অনেকে মোনাজাতে বৃষ্টির জন্য কান্না কাটি করতেও শোনা গেছে।
অন্যদিকে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ঈদগড় এ এম বি উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল ১০ টায় ঈদগড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আনাছ মোস্তাকের ইমামতিতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান সালাতুল ইস্তিকাস নামাজে অংশ নিয়ে সালাত আদায় করেন। সালাত শেষে খুতবা পাঠ করেন মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহিম। সালাত ও খুতবা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুস সালাম।
বিশেষ মোনাজাতে রহমতের বৃষ্টির জন‍্য উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানের কান্নায় আকাশ ভারি হয়ে উঠে।সকলের একটাই আওয়াজ হে আল্লাহ আমাদের ক্ষমা করুণ, এক ফোটা রহমতের বৃষ্টি দিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।