৩১ ডিসেম্বর, ২০২৫ | ১৬ পৌষ, ১৪৩২ | ১০ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর

কক্সবাজারে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Chatra Dall MICHIL1

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজানো চার্জশিট দেয়ার প্রতিবাদে কক্সবাজার জেলা ছাত্রদল কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
সোমবার বিকালে জেলা বিএনপি কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল শুরু করা হয়। পরে শহর প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে ফিরে এসে নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশে মিলিত হন। ওই সমাবেশ থেকে অবিলম্বে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলায় সাজানো চার্জশিট প্রত্যাহারের দাবি জানানো হয়।
এই মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক রাসেল ও সাধারণ সম্পাদক মনির উদ্দিন।
জেলা সভাপতি রাশেদুল হক রাসেল বলেন, ‘ইতিমধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে প্রাণনাশের উদ্দেশ্যে হামলা হয়েছে। তাঁকে সহিংসতার মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। এভাবে খালেদা জিয়ার আন্দোলন কর্মসূচিকে ধ্বংস করা যাবে না।’
তিনি মনে করেন, ছাত্রদলই বেগম খালেদা জিয়ার ডাকে সবধরণের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। খালেদা জিয়ার উপর হামলা করে, মামলা দিয়ে, মিথ্যা চার্জশিট দিয়ে বিএনপির গণতান্ত্রিক অগ্রযাত্রার এই আন্দোলন থেকে দেশনেত্রীকে পিছিয়ে দেয়া যাবে না।’
ওই মিছিল ও সমাবেশে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সরওয়ার রোমন, সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, যুগ্ম সম্পাদক আলা উদ্দিন রবিন, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম রিটন, মোহাম্মদ মুরাদ, শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন রিপন, ফাহিমুর রহমান ফাহিম, কানন বড়–য়া, আশরাফ ইমরান, কাইছার ফারুক, আল আমিন। সরকারী কলেজের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি জাইন উদ্দিন জনি, যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, আবদুর রহমান সোহেল, আবু হেনা, সিটি কলেজ যুগ্ম আহবায়ক শামসুল আলম, আবদুল্লাহ আল মামুন, জিয়াউল হক, মোজাম্মেল হক, সাইদু সিকদার, একরামুল হক, কুতুব উদ্দিন, ইমজামামুল হক, সিফাত, ওসমান গণি, মোহাম্মদ ইসমাইল, নুরুল আবচার, সাদ্দাম হোসেন, মিজানুর রহমান প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।