২৭ ডিসেম্বর, ২০২৫ | ১২ পৌষ, ১৪৩২ | ৬ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা

কক্সবাজারে প্রতিবন্ধীদের সুযোগ সুবিধায় অন্তর্ভূক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

az28 প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও সরকারী-বেসরকারী সুযোগ সুবিধায় অন্তর্ভূক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কক্সবাজার জেলা প্রশাসন ও এস এ আরপিভি আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বিশেষ করে নারী এবং শিশুদের সামাজিক ও অর্থনৈতিক জীবনযাত্রার মান উন্নয়ন এবং স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

পাশাপশি এদেরকে প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ দিয়ে মূল সোসাইটির সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান মডেল হিসেবে এগিয়ে আসতে পারে। ফলে কারো বোঝা হয়ে থাকতে হবে না এই জনগোষ্ঠীর।

অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মুহাম্মদ সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ফজলুল কাদের চৌধুরীসহ জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

কর্মশালায় সরকারী-বেসরকারী পর্যায়ে প্রতিবন্ধীদের উপযুক্ত কর্মক্ষেত্রে শনাক্তকরণসহ অগ্রাধিকার ভিত্তিতে চাকুরী সুযোগ সৃষ্টি করা, দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষন ও কর্মসংস্থান, শিক্ষা, পুনর্বাসনসহ সংশ্লিষ্ট বিষয়ে বিষদ আলোকপাত করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।