১২ সেপ্টেম্বর, ২০২৫ | ২৮ ভাদ্র, ১৪৩২ | ১৯ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

কক্সবাজারে প্রতিবন্ধীদের সুযোগ সুবিধায় অন্তর্ভূক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

az28 প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও সরকারী-বেসরকারী সুযোগ সুবিধায় অন্তর্ভূক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কক্সবাজার জেলা প্রশাসন ও এস এ আরপিভি আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বিশেষ করে নারী এবং শিশুদের সামাজিক ও অর্থনৈতিক জীবনযাত্রার মান উন্নয়ন এবং স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

পাশাপশি এদেরকে প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ দিয়ে মূল সোসাইটির সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান মডেল হিসেবে এগিয়ে আসতে পারে। ফলে কারো বোঝা হয়ে থাকতে হবে না এই জনগোষ্ঠীর।

অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মুহাম্মদ সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ফজলুল কাদের চৌধুরীসহ জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

কর্মশালায় সরকারী-বেসরকারী পর্যায়ে প্রতিবন্ধীদের উপযুক্ত কর্মক্ষেত্রে শনাক্তকরণসহ অগ্রাধিকার ভিত্তিতে চাকুরী সুযোগ সৃষ্টি করা, দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষন ও কর্মসংস্থান, শিক্ষা, পুনর্বাসনসহ সংশ্লিষ্ট বিষয়ে বিষদ আলোকপাত করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।