৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ   ●  চকরিয়ায় সাবেক সাংসদের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা

ক্রীড়া প্রতিমন্ত্রীকে -প্রধানমন্ত্রীর ব্যবস্থা নিতে নির্দেশ

কক্সবাজারে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম

কক্সবাজারে আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণ ভবনে গত ২৮ নভেম্বর সন্ধ্যায় ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে এই নির্দেশ দেন। এই দিন গণ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন অনূর্ধ-১৬ সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল ও উয়েফা অনূর্ধ-১৫ চ্যাম্পিয়ন বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়-কর্মকর্তারা। এসময় সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন- বাফুফের এজ লেভেল ফুটবলের টিম লিডার, বাফুফে সদস্য, কক্সবাজারের সাবেক কৃতি ফুটবলার বিজন বড়ুয়া। তিনি প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারে একটি আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মানের গুরুত্ব তুলে ধরেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে সাথে ইতোপুর্বে কক্সবাজার জেলা আওয়ামী লীগের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জনসভায় আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মানে তাঁর ঘোষণার অগ্রগতি জানতে চান ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে। এদিকে বাফুফে সদস্য বিজন বড়–য়া জানান- মাননীয় প্রধানমন্ত্রী দ্রুততম সময়ে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এলাকায় চিহ্নিত ১১ একর জায়গায় আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম নির্মানে কাজ শুরু করতে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে নির্দেশ দিয়েছেন। এসময় ক্রীড়া প্রতিমন্ত্রী সহসা প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে উদ্যোগ নেয়ার কথা জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।