৩০ ডিসেম্বর, ২০২৫ | ১৫ পৌষ, ১৪৩২ | ৯ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন

কক্সবাজারে নিখোঁজ দুই শতাধিক জেলে

trolar_1বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে সৃষ্ট দমকা হাওয়ার কবলে পড়ে রবিবার সকাল থেকে রাত পর্যন্ত চারটি ট্রলার ডুবে গেছে। আরো ১০টি ট্রলার দেড় শতাধিক জেলে নিয়ে এখনও নিখোঁজ রয়েছে। এদিকে গতকাল সোমবার থেকে কক্সবাজারের আবহাওয়া স্বাভাবিক হয়ে ওঠেছে। সাগরও এখন শান্ত। তাই অনুকূল আবহাওয়ায় সাগরে আবারো মাছ ধরা শুরু হয়েছে। জেলা ট্রলার মালিক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির মতে, বঙ্গোপসাগরে দমকা হাওয়ার কবলে পড়ে রবিবার সকাল থেকে রাত পর্যন্ত চারটি ট্রলার ডুবে গেছে। ডুবে যাওয়া ট্রলারগুলো হল শহরের কুতুবদিয়াপাড়ার নুরুদ্দিনের মালিকানাধীন এফবি আকলিমা, মহেশখালীর ছৈয়দ নূর বহদ্দারের মালিকানাধীন এফবি আবছার, কুতুবদিয়ার রুস্তমের মালিকানাধীন এফবি আল্লাহর দান ও শহরের কলাতলীর ইউনুছের একটি ট্রলার। এসব ট্রলারের জেলেরা সাঁতার কেটে ও অন্য ট্রলারে ওঠে নিরাপদে কূলে পৌঁছেছে। তবে আরো ১০টি ট্রলার দেড় শতাধিক জেলে নিয়ে এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজ ট্রলারগুলো হল কক্সবাজার শহরের পেশকারপাড়ার ফজল কোম্পানীর মালিকানাধীন এফবি হাসান, মাহবুবুল হক মুকুলের মালিকানাধীন এফবি সেন্টমার্টিন, মাতারবাড়ির কামালের মালিকানাধীন এফবি সাজ্জাদ, মহেশখালীর গোলাম বারির মালিকানাধীন এফবি ভাই ভাই, ফারুকের মালিকানাধীন এফবি রইস উদ্দিন, শহরের এন্ডারসন রোডের আবুল হোসেনের মালিকানাধীন এফবি রেশমী ও শহরের কুতুবদিয়াপাড়ার আতিকউল্লাহ কোম্পানির মালিকানাধীন এফবি শাহ মজিদিয়া ও এবং জাকের উল্লাহ’র মালিকানাধীন এফবি ফাতেমা। এসব ট্রলারের প্রতিটিতে ১৬ জন থেকে ৩০ জন পর্যন্ত জেলে ছিল বলে জানান কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মাস্টার মোস্তাক আহমদ।

তিনি জানান- নিখোঁজ ট্রলারসহ জেলেদের সন্ধানে মালিক সমিতির পক্ষ থেকে সাগরে ট্রলার পাঠানো হয়েছে। এছাড়া সোমবার থেকে পূনরায় সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদেরকেও নিখোঁজদের ব্যাপারে সন্ধান দিতে বলা হয়েছে।

তিনি আরো জানান- নিম্নচাপ কেটে যাওয়ার পর সোমবার কয়েকশত ট্রলার পূনরায় সাগরে মাছ ধরতে গেছে। বাকী ট্রলারগুলোও আগামী কয়েকদিনের মধ্যে মাছ ধরতে যাবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।