১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২ | ২২ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র

তীব্র তাপপ্রবাহ

কক্সবাজারে ছাত্রলীগের ৫ লক্ষ গাছ লাগনোর উদ্যোগ

জলবায়ু পরিবর্তন জনিত কারনে দেশব্যাপী তীব্র তাপপ্রবাহে জীবন যাত্রায় বিরুপ প্রভাব পড়েছে। কঠিন হয়ে পড়েছে জীবিকা নির্বাহ করা। কঠিন এই পরিস্থিতিতে কক্সবাজার থেকে সবুজায়ন সৃষ্টির লক্ষ্যে ‘কক্সবাজার জেলা ছাত্রলীগের  উদ্যোগে ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জেলা ছাত্রলীগের আওতাধীন স্ব স্ব ইউনিটকে নির্দেশ দেয়া হয়েছে। তার আলোকে জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি -সাধারণ সম্পাদকের সাক্ষরিত দেয়া নির্দেশনায় ৫ টি শর্ত দেয়া হয়েছে। এর মধ্যে চলতি এপ্রিল মাসের ২১-৩০ তারিখের মধ্যে এই কর্মসূচি শেষ করতে বলা হয়েছে। কৃষি বিশেষজ্ঞ ও সরকারের কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা নিয়ে উপযুক্ত স্থানে নিয়ম মাফিক বৃক্ষরোপণ করতে বলা হয়েছে। কক্সবাজার জেলা ছাত্রলীগের অন্তর্গত প্রতিটি উপজেলা ইউনিট এক হাজার ও প্রতিটি কলেজ ইউনিট পাঁচশত এবং অন্যান্য সকল ইউনিট দুই শত বৃক্ষরোপণ করতে বলা হয়েছে। বৃক্ষরোপণের ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে বলা হয়েছে। শুষ্ক মৌসুমে নিয়মিত পানি দিতে হবে ও পরিচর্যা করতে বলা হয়েছে।
জেলা ছাত্রলীগের মহতি উদ্যোগকে স্বাগতম জানিয়ে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও)  মো. সারওয়ার আলম বলেন, দেশে বিভিন্ন ক্রান্তিলগ্নে ছাত্রসংগঠন গুলো এগিয়ে আসে। তার আলোকে তীব্র তাপপ্রবাহে ‘বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগ নজির সৃষ্টি করেছে। সে জন্য তাঁদের সাধুবাদ জানায়। তবে এই মুহুর্তে গাছের চারা বাঁচিয়ে রাখতে হলে নিয়মিত পানি, ব্যাপক পরিচর্যা করার পরামর্শ দেন এই কর্মকর্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।