কনক বড়ুয়া, নিউজরুমঃ
কক্সবাজারে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে কক্সবাজার ভোক্তা অধিকার। এসময় চার প্রতিষ্ঠানকে জরিমানা গুনতে হয়েছে সাড়ে ২২ হাজার টাকা।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে কক্সবাজার জেলার সদর উপজেলার সমিতি পাড়া এলাকায় এই তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন এপিবিএন ১৪ এর পুলিশের এক দল সদস্য।
এসময় প্রিন্স বেকারীকে প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না দেওয়া, খুচরা মূল্য উল্লেখ না করা, নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করা,খাবার প্রস্তুতের সময় মাস্ক ব্যবহার না করা সহ বিভিন্ন অপরাধে ২০ হাজার টাকা, ভাই ভাই এন্টারপ্রাইজ কে মূল্য তালিকা না রাখার অপরাধে ৫ শত টাকা, শাহেদ কুতুবী চাউল বিতান কে মূল্য তালিকা না রাখার অপরাধে ১ হাজার টাকা এবং মেসার্স বিবেক এন্টারপ্রাইজ কে মূল্য তালিকা না রাখার অপরাধে ১ হাজার টাকাসহ মোট সাড়ে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোঃ ইমরান হোসাইন বলেন, অভিযানে সমিতি পাড়া এলাকার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারনা করা হয়। এছাড়াও ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদনবিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।
জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মোঃ ইমরান হোসাইন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।