১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২ | ২৫ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র

কক্সবাজারে ইয়াবা সেবন ও বিক্রির অভিযোগে মহিলাসহ ছয়জনকে ১ বছরের কারাদন্ড

আরফাতুল মজিদ,(কক্সবাজার): গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহরের কলাতলীতে ইয়াবা সেবন ও বিক্রির আস্তানায় হানা দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ৫১টি ইয়াবা ট্যাবলেট, নগদ ৩ হাজার টাকা ও ছয়টি মোবাইলসহ ছয়জনকে আটক করা হয়েছে। তৎমধ্যে দুইজন মহিলা। ইয়াবা সেবন, মজুদ, বিক্রি ও সহযোগিতার কারণে এই ছয়জনকে ১ বছরের কারাদন্ড দেয়া হয়। বৃহস্পতিবার রাত ৯ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

মো. নোমান হোসেন বলেন- গোপন সংবাদের ভিত্তিতে কলাতলী মোড়ের পশ্চিমে গিয়ে বাম পাশে একটি গলি রয়েছে। ওই গলি ভিতরে চকরিয়া ইলিশিয়া এলাকার মকসুদ মিয়া নামে একব্যক্তির বেশ কয়েকটি ঝুঁপড়ির মতো ভাড়াবাসা হয়েছে। এসব ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এসময় ইয়াবা সেবনের সময় হাতেনাতে চারজনকে আটক করা হয়েছে এবং বিক্রি, মজুদ ও সহযোগিতার দায়ের আরো দুইজনকে আটক করা হয়েছে।

তারা হলেন- পূর্ব কলাতলী এলাকার জাফর আলমের ছেলে নুরুল আলম, মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুল মজিদ লিটন, মো. আলীর ছেলে সাইফুল ইসলাম, মৃত শফিকুর রহমানের ছেলে জমির উদ্দিন ও জমির উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম এবং ইয়াবা বিক্রির মূলহোতা দিল মোহাম্মদের স্ত্রী ফাতেমা আক্তার। তাদের সবাইকে ১ বছরের সাজা দিয়ে রাত সাড়ে ১০ টার দিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।