১২ নভেম্বর, ২০২৫ | ২৭ কার্তিক, ১৪৩২ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক

কক্সবাজারে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দখলে রাজপথ

বিশেষ প্রতিবেদক:
জিয়া অরফারেঞ্জ দূর্নীতি মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে রায়কে কেন্দ্র করে বিএনপি ও সহযোগী সংগঠনের সম্ভাব্য নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে বৃহস্পতিবার সকাল থেকে মাঠে রয়েছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। কক্সবাজার শহরের উল্লেখ যোগ্য মোড় ও উপজেলা সদরের গুরুত্বপূর্ণ এলাকা এবং স্টেশনগুলোতে নেতাকর্মীরা রণপ্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে। রায় নিয়ে যেকোন ধরণের উশৃংখল আচরণ প্রতিহত করার শ্লোগান দিয়ে তারা ক্ষণে ক্ষণে মিছিলও করছে। রাজপথে অবস্থানকালীন সময়ে এতিমখানার নামে টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করে সভা করছে চকরিয়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন।

আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও সতর্কাবস্থানে রয়েছে জেলা ও থানার পুলিশ ফোর্সরা। শহর এবং উপ-শহর গুলোর মোড়ে মোড়ে পুলিশ টীম সশস্ত্র পাহারায় রয়েছে।

রায় নিয়ে কোন ধরণের উশৃংখলতা না করতে পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি নিজেদের নিরাপদে রাখতেও নির্দেশনা দেয়া হয়েছে সেই অনুরোধ বার্তায়।
কক্সবাজারের রামু থানার সহকারি উপ-পরিদর্শক খোকন কান্তি রুদ্র তার ফেসবুক ওয়ালে লিখেছেন, আজ ৮ ফেব্রুয়ারী ২০১৮ তে দেয়া রায়কে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতিতে নিজেকে নিরাপদে রাখুন। *আপনার পরিচয় পত্র সাথে রাখুন। *কর্মস্থলের বাইরে কাজ থাকলে যতটুকু সম্ভব আজ তা এড়িয়ে যান। *আজ ৫ টার পর, মানে সরকারি অফিস টাইম শেষে আগামী কাল পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলবে, পরিচয়পত্র দেখিয়ে আত্মবিশ্বাসের সাথে আপনার গন্তব্যের কথা জানান। *গুরুত্বপূর্ণ কাজ না থাকলে সন্ধ্যার মাধ্যেই বাসায় ফিরুন। *পরিবার নিয়ে নিজে নিরাপদে থাকুন অন্যদের ও নিরাপদে থাকতে সহায়তা করুন। ** যে যেখানে থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন সেই কামনায় , কক্সবাজার জেলার, রামু থানার পক্ষ থেকে সকলের জন্য শুভ কামনা রইলো ।
এভাবে নানাজন দূর্নীতি মামলাকে রাজনৈতিক মামলা হিসেবে না দেখতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে নিজ নিজ একাউন্ট ওয়ালে পোস্ট দিয়েছেন।

কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমদ জয় বলেন, সচেতন মানুষ বা রাজনীতিক হিসেবে আদালতের রায়ের প্রতি সম্মান রাখা সবার উচিত। ব্যক্তি অপরাধে সাজা হলে তা নিয়ে কখনোই রাজনীতির ময়দান উত্তপ্ত করতে দেয়া হবে না। সম্ভাব্য অন্যায় প্রতিহত করতেই রাজপথে রয়েছি আমরা।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজুল হক টুটুল বলেন, যেকোন বিশৃংখল পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছি আমরা। শহর ও গ্রামে নিয়মিত টহল জোরদার রয়েছে।###

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।