১৯ আগস্ট, ২০২৫ | ৪ ভাদ্র, ১৪৩২ | ২৪ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

কক্সবাজারে অংকুর দাশ স্মৃতি সংসদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

কক্সবাজারের মেধাবী ছাত্র অংকুর দাশের আত্নার শান্তি কামনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারী) বিকেলে অংকুর দাশ স্মৃতি সংসদের পক্ষ থেকে শতাধিক শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরন করা হয়।
অংকুর দাশ স্মৃতি সংসদের আহবায়ক গীতা শিক্ষক নারায়ন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার  পৌরসভার কাউন্সিলর রাজ বিহারী দাশ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি রতন দাশ, কক্সবাজার চেম্বারের পরিচালক উদয় শংকর পাল মিঠু, সমাজ সেবক বিপুল সেন, জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সহ সভাপতি ডা: চন্দন কান্তি দাশ, কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক জনি ধর, পুরহিতরত্ন মাস্টার জগদীশ শর্মা, অংকুর দাশ স্মৃতি সংসদের সদস্য সচিব সেবক পাল প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন অংকুর দাশের পিতা ও সাংবাদিক সংসদের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম।
বক্তারা বলেন-অংকুর দাশ ছিলেন একজন মেধাবী ছাত্র। শুধু লেখাপড়ায় নয়, ক্রীড়া ও ধর্মীয় ক্ষেত্রেও অল্প বয়সেই তার অবদান ছিল বেশি। তাই অংকুর দাশ আগামী প্রজন্মের কাছে মাঝে অনুকরণীয় হয়ে থাকবে।পরে শীতার্তের মাঝে কম্বল বিতরন করা হয়।
উল্লেখ্য গত বছরের ২ নভেম্বর ইহলোকের মায়া ত্যাগ করে বৈকুন্ঠধাম প্রাপ্ত হন অংকুর দাশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।