২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৯ আশ্বিন, ১৪৩২ | ১ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

দুদকের সাথে এমপি কমলের বৈঠক

কক্সবাজারবাসীকে উচ্ছেদ আতংকে না ভোগার আহবান

নীতিশ বড়ুয়া,রামুঃ কক্সবাজার শহর ও ঝিলংজাবাসীকে উচ্ছেদ আতংকে না ভোগার আহবান জানিয়েছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। কক্সবাজারে চলমান উচ্ছেদ আতংকের প্রেক্ষিতে গতকাল বুধবার (৬ ফেব্রুয়ারী) এমপি কমল দুদকের ঢাকাস্থ কার্যালয়ে দুদকের ডিজি’র সাথে এক বৈঠক করেন। বৈঠকে তিনি যাচাই-বাছাই না করে উচ্ছেদের কথা তোলে ধরেছেন। কক্সবাজারের ফাতের ঘোনা, জেল গেইট ও লারপাড়ায় যে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে তাতে প্রায় ৮০ ভাগ নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি বলেছেন, যারা পাহাড় কেটেছে তাদের পক্ষে আমার সমর্থন নাই। যারা ঝুকিপুর্ন স্থানে বসবাস করছে তাদেরকে নোটিশ সাপেক্ষে উচ্ছেদ করা যেতে পারে। কিন্তু ওই এলাকার অধিকাংশ মানুষ ৪০/৫০ বছর ধরে বসবাস করে আসছে। তাদেরকে উচ্ছেদ না করে জমিগুলো তাদের নামে বন্দোবস্ত দেয়ার দাবী জানিয়েছেন এমপি কমল।
তিনি বলেন, জমিগুলো বসবাসরত মানুষের নামেই বন্দোবস্ত করা হবে। কোন বিত্তবানকে হোটেল-মোটেল করার জন্য বরাদ্ধ দেয়া হবেনা।
বৈঠক শেষে দুদক কার্যালয়ের সামনে এক প্রেস বিফিং এ সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, বৈঠক ফলপ্রসু হয়েছে। তিনি কক্সবাজার শহর ও ঝিলংজাবাসীকে উচ্ছেদ আতংকে না ভোগার আহবান জানিয়ে বলেছেন, বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেও জানানো হয়েছে। এ ব্যাপারে তিনি সদয় আছেন।
কক্সবাজারবাসীকে এমপি কমল বলেন, আমার ভুমিকা আজীবন গরীব, অসহায় মানুষের পক্ষে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা- পুনর্বাসন ছাড়া কোন বসতি উচ্ছেদ হবেনা। তিনি কক্সবাজারবাসীকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে পাশে থাকার আহবান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।