১৩ সেপ্টেম্বর, ২০২৫ | ২৯ ভাদ্র, ১৪৩২ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

কক্সবাজার সীমান্ত থেকে এক নৌকা, ৩৮ রোহিঙ্গাকে ফেরত

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের নাফ নদীর সীমান্ত দিয়ে এদেশে অনুপ্রবেশকালে একটি নৌকাসহ অন্তত ৩৮ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।
সোমবার উখিয়ার বালুখালী ও আঞ্জুমান পাড়া সীমান্ত ও টেকনাফের নাফ নদীর হ্নীলা পয়েন্টে এ অভিযান চালানো হয় বলে বিজিবির কর্মকর্তারা জানান।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রাসেল বলেন, হ্নীলার পয়েন্টে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে একটি নৌকায় করে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবির টহল দলের বাধার মুখে নৌকাটি রোহিঙ্গাদের নিয়ে আবার মিয়ানমারে ফেরত যায়।

নৌকাটিতে ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিল বলে রাসেল জানান।

গত ১ ডিসেম্বর থেকে সোমবার পর্যন্ত টেকনাফের নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় রোহিঙ্গাবাহী ১০৩ টির বেশি নৌকা ফেরত পাঠানো হয় বলে বিজিবির এ কর্মকর্তা জানান।

এছাড়া উখিয়ার বালুখালী ও আঞ্জুমান পাড়া সীমান্ত থেকে অনুপ্রবেশকারী ২৮জন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে বলে বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান।

তিনি বলেন, ভোরে অনুপ্রবেশের চেষ্টায় থাকা রোহিঙ্গাদের মধ্যে ছয় পুরুষ, সাত নারী ও ১৫ জন শিশু ছিল।

গত ১ ডিসেম্বর থেকে এ পর্যন্ত উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় ১০৮ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে বলে ইমরান জানান।

গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত রক্ষাবাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলার পর দেশটির সেনাবাহিনী অভিযান শুরু করে। সেই থেকে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রায় প্রতিদিন রোহিঙ্গাবাহী নৌকা ফেরত পাঠাচ্ছে বিজিবি। তবু সীমান্ত বাহিনীকে ফাঁকি দিয়ে ঢুকে পড়ছে তারা।

আগুন দিয়ে ঘর পুড়িয়ে দেওয়ার পর রাখাইনে কিভাবে হত‌্যা-ধর্ষণ চলছে সেই বিবরণ সাংবাদিকদের সামনে তুলে ধরেছে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া এসব রোহিজ্ঞা

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।