১৩ অক্টোবর, ২০২৫ | ২৮ আশ্বিন, ১৪৩২ | ২০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”

কক্সবাজার সাহিত্য একাডেমীর উদ্যোগে বিজয় দিবস উদযাপিত


কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও কবিতা আবৃত্তির মাধ্যমে কক্সবাজার সাহিত্য একাডেমী মহান বিজয় দিবস পালন করেছে। দিবসটি পালন উপলক্ষে কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তাগণ বলেন, বাঙালি জাতির হাজার বছরের সর্বশ্রেষ্ট অর্জন ‘বিজয়’। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার অপশক্তিকে পরাজিত করে বীর বাঙালির ‘বিজয়’ ছিনিয়ে এনেছে। রক্তস্নাত ‘বিজয়’ ছিলো বাঙালির হাজার বছরের কাঙ্খিত। তিন অক্ষরের ‘বিজয়’ শব্দটি ক্ষুদ্র হলেও বাঙালির জাতীয় জীবনে তা মহিরুহ হয়ে এসেছে। পাকিস্তানি হানাদার বাহিনিকে পরাজিত করে যারা এদেশকে স্বাধীন করেছে, একটি লাল সবুজের পতাকা উপহার দিয়েছে, পৃথিবীর বুকে একটি স্বাধীন মানচিত্র অংকন করেছে, সেই বীর সন্তানদের জন্য আমরা গর্বিত।
১৬ ডিসেম্বর ২০১৬ শুক্রবার সকাল সাড়ে ৮টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি মুহম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য পেশ করেন, একাডেমীর স্থায়ী পরিষদের চেয়ারম্যান কবি-এডভোকেট সুলতান আহমেদ, স্থায়ী পরিষদ সদস্য কবি অধ্যাপক দিলওয়ার চৌধুরী, এডভোকেট নূরুল হক, সহ-সভাপতি ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছড়াকার মো. নাছির উদ্দিন ও নাইক্ষ্যংছড়ি হাজী আবুল কালাম সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক হাসান আহমদ সোবহানি প্রমুখ।
বক্তাগণ বলেন, বিজয়ের দীর্ঘ ৪৫ বছর পরেও বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস রচিত হয়নি। ক্ষমতাসীন দল তাদের রাজনৈতিক সুবিধা বিবেচনায় নিয়েই ইতিহাস রচনা করছে। বিশেষ করে রাজনৈতিক বিবেচনায় মুক্তিযোদ্ধাদের তালিকা দিন দিন স্ফিত হওয়ায় হচ্ছে। এতে করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিয়ে মানুষের মনে সন্দেহ সৃষ্টি হচ্ছে। এই সংস্কৃতি থেকে জাতিকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।
বক্তাগণ বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লিখতে না পারলে জাতি আমাদেরকে ক্ষমা করবে না। তাই অন্তত ভবিষ্যত প্রজন্মের জন্য প্রকৃত ইতিহাস লিখা আবশ্যক।
পরে একাডেমীর মুহম্মদ নূরুল ইসলাম, কল্লোল দে চৌধুরী, শিশু আবৃত্তিকার নরজিচ রহমান অথৈ ও হিজবুল্লাহ রিফাত কবিতা আবৃত্তি করে।
এর আগে একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি মুহম্মদ নূরুল ইসলামের নেতৃত্বে শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রামু উপজেল্ াপরিষদের প্রাক্তন চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল ও এনজিও কর্তকর্তা আতিক চৌধুরী।
আগামী ২৪ ডিসেম্বর ২০১৬ শনিবার বিকাল ৩টায় কক্সাবাজার সাহিত্য একাডেমীর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন কক্সবাজার মডেল হাইস্কুলে অনুষ্ঠিত হবে। এতে একাডেমীর সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য একাডেমীর সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল আহবান জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।