৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি   ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী

কক্সবাজার সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

Cox's Bazar Govt. College Picture
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ এই শ্লোগানের মধ্য দিয়ে কক্সবাজার সরকারি কলেজে ১৮ ও ১৯ মার্চ ২০১৫ তারিখ দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০১৫ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ১৮/০৩/২০১৫ তারিখ প্রধান অতিথি কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতার সমাপনী দিনে কক্সবাজার সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপকবৃন্দ, শিক্ষক, কর্মচারি ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সেই সাথে বাংলাদেশ-ভারতের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বড় পর্দায় দেখানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আগত অতিথিবৃন্দ। এতে স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া কমিটির সদস্য ও পদার্থবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক জনাব মফিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদ সম্পাদক ড. মোঃ নুরুল আলম, উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ ছলিমুর রহমান, প্রাক্তন অধ্যাপক জনাব মমতাজুল হক এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী। বক্তারা বিজয়ীদের আরো আত্মপ্রত্যয়ী হয়ে ভবিষ্যতে ক্রীড়ায় আরো ভালো করার তাগিদ দেন। ক্রীড়া কমিটির আহ্বায়ক ও অনুষ্ঠানের সভাপতি জনাব কামরুল আহসানের সমাপনী বক্তব্যের পর দুইদিন ব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন, ক্রীড়া কমিটির সদস্য উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক জনাব রাধু বড়–য়া চৌধুরী, গণিত বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ নিজাম উদ্দীন ফারুকী, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব নেছারুল হক। এছাড়াও বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট সোসইটির সদস্যবৃন্দ এবং মিডিয়া পার্টনার হিসেবে কক্সবাজার টাইমস ডট নেট (সিটিএন) সার্বিক সহযোগিতা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।