১৩ নভেম্বর, ২০২৫ | ২৮ কার্তিক, ১৪৩২ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার পৌরসভায় নৌকা প্রতিকের পক্ষে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরীর পক্ষে সাধারণ মানুষের স্বতঃস্ফ‚র্ত সাড়া লক্ষ্য করা গেছে। রবিবার দিনব্যাপী নানা কর্মসূচিতে কক্সবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের এমন সাড়া দেখা যায়।

রবিবার সকাল থেকে মেয়র প্রার্থী মাহাবুব ৪ নম্বর ওয়ার্ডে ঘরে ঘরে গণসংযোগ শুরু করেন। তিনি ওই এলাকার ঘরে ঘরে গিয়ে নৌকা প্রতিকের পক্ষে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, নৌকা মানেই বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিক। যে প্রতিকের পক্ষে স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে আজকের বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করছে। তাই কক্সবাজারকে স্মার্ট পৌরসভা নিমার্ণে নৌকা প্রতিকের পক্ষে ভোট প্রয়োজন।

সন্ধ্যার পর টেকপাড়া চৌমুহনী এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। একই ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি আরমানুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভা প্রধান অতিথি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র মুজিবুর রহমান বলেন, কক্সবাজার পৌরসভায় গত ৫ বছরে যে উন্নয়ন হয়েছে তা রক্ষায় নৌকা প্রতিকে ভোট একান্ত জরুরী। মাহাবুব সেই নৌকার প্রতিকের মেয়র প্রার্থী।

টেকপাড়ার পথসভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও ৪ বারের পৌর চেয়ারম্যান নুরুল আবছার, জেলা আওয়ামীলীগের নেতা আব্দুল খালেক, নাজনীন সরওয়ার কাবেরী, কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি মো. নজিবুল ইসলাম, কক্সবাজার সদর আওয়ামী লীগ সভাপতি মাহামুদুল করিম মাদু, টেকপাড়া সমাজ কমিটির সভাপতি আমির হোসেন, মোহাম্মদ শফি, পৌর কৃষকলীগ সভাপতি এরশাদুজ্জামান সুমন, জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক ওয়াসিফ কবির, শহর ছাত্রলীগ সাধারণ সম্পাদক মনিরুল হক, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ, আবু মূসা প্রমুখ। সভা সঞ্চালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা রাশেদুল হক চৌধুরী।

রাতে কক্সবাজারে বাহারছড়া এলাকা বাহারছড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সভাপতিত্বে এক পথপভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে জাসদ নেতা মোহাম্মদ হোসাইন মাসু ও যুবলীগ নেতা শোয়েব ইফতেখারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।

সভায় জেলা জাসদ সভাপতি নঈমুল হক টুটুল, আওয়ামীলীগ নেতা রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, আবু শামা, মো. খোরশেদ আলম, জ্যেষ্ঠ সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, নাজনীন সরওয়ার কাবেরী, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. নজিবুল ইসলাম, সদর আওয়ামী লীগ সভাপতি মাহামুদুল করিম মাদু, সাংবাদিক নেতা মুজিবুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান কালু, ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুর মোহাম্মদ, ১১ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সুমন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন, স্থানীয় আব্দুল মতিন, কেরামত আলী, হেলাল উদ্দিন, আমির হোসেন, রূপন চৌধুরী, জয়নাল আবেদীন, শ্রমিক নেতা রাজু প্রমুখ বক্তব্য রাখেন।

একই সাথে আওয়ামীলীগের নেতা নজিব ও মাদুর নেতৃত্বে ঘরে ঘরে গণসংযোগ হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।