১৯ আগস্ট, ২০২৫ | ৪ ভাদ্র, ১৪৩২ | ২৪ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

কক্সবাজার তাওযীহুল উম্মাহ মডেল মাদরাসার হিফজের সবক প্রদান

 

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার শহরের অন্যতম দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বিত শিক্ষাপ্রতিষ্ঠান তাওযীহুল উম্মাহ মডেল মাদরাসার শিক্ষার্থীদের হিফজুল কুরআনের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে শহরের সিকদার মহলস্থ অস্থায়ী ক্যাম্পাসে সবক প্রদানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও মাদরাসার উপদেষ্টা মুফতি সুলাইমান কাসেমী।

তিনি বলেন, দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য কুরআনের শিক্ষাই একমাত্র হাতিয়ার। জীবনকে সাজাতে হলে ওহীভিত্তিক জ্ঞান আহরণ করতে হবে। তাই সন্তানদের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে কুরআন শিক্ষা নিশ্চিত করা দরকার।

ঈদগাঁওর পূর্ব ফরাজি পাড়া জামে মসজিদের খতীব মাওলানা হাবিবুল্লাহর সভাপতিত্বে সবক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার মাদরাসা জায়েদ বিন সাবিতের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ মুবিনুল হক, বড় বাজার জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ আবদুল্লাহ, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সায়ীদ আলমগীর, বিশিষ্ট ব্যবসায়ী ও অভিভাবক মো. আবুল কালাম প্রমুখ।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মুহাম্মদ রহমতুল্লাহ হারেছের সঞ্চালনায় অনুষ্ঠানে পুরুষ মহিলা শাখার ৬ জন শিক্ষার্থীকে সবক প্রদান করেন মুফতি সোলাইমান কাসেমী।

অনুষ্ঠান শেষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সবার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে আগত অতিথি, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান হাফেজ ক্বারী মুহাম্মদ রহমতুল্লাহ হারেছ।

এ সময় সহকারী পরিচালক হাফেজ জবীহ উল্লাহ, মুফতি নুরুল মোস্তফা, হাফেজ মুহাম্মদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।