২৩ অক্টোবর, ২০২৫ | ৭ কার্তিক, ১৪৩২ | ৩০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

কক্সবাজার তাওযীহুল উম্মাহ মডেল মাদরাসার হিফজের সবক প্রদান

 

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার শহরের অন্যতম দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বিত শিক্ষাপ্রতিষ্ঠান তাওযীহুল উম্মাহ মডেল মাদরাসার শিক্ষার্থীদের হিফজুল কুরআনের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে শহরের সিকদার মহলস্থ অস্থায়ী ক্যাম্পাসে সবক প্রদানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও মাদরাসার উপদেষ্টা মুফতি সুলাইমান কাসেমী।

তিনি বলেন, দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য কুরআনের শিক্ষাই একমাত্র হাতিয়ার। জীবনকে সাজাতে হলে ওহীভিত্তিক জ্ঞান আহরণ করতে হবে। তাই সন্তানদের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে কুরআন শিক্ষা নিশ্চিত করা দরকার।

ঈদগাঁওর পূর্ব ফরাজি পাড়া জামে মসজিদের খতীব মাওলানা হাবিবুল্লাহর সভাপতিত্বে সবক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার মাদরাসা জায়েদ বিন সাবিতের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ মুবিনুল হক, বড় বাজার জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ আবদুল্লাহ, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সায়ীদ আলমগীর, বিশিষ্ট ব্যবসায়ী ও অভিভাবক মো. আবুল কালাম প্রমুখ।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মুহাম্মদ রহমতুল্লাহ হারেছের সঞ্চালনায় অনুষ্ঠানে পুরুষ মহিলা শাখার ৬ জন শিক্ষার্থীকে সবক প্রদান করেন মুফতি সোলাইমান কাসেমী।

অনুষ্ঠান শেষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সবার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে আগত অতিথি, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান হাফেজ ক্বারী মুহাম্মদ রহমতুল্লাহ হারেছ।

এ সময় সহকারী পরিচালক হাফেজ জবীহ উল্লাহ, মুফতি নুরুল মোস্তফা, হাফেজ মুহাম্মদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।