
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পৌর নির্বাচনে নৌকা প্রতীকের বিপক্ষে প্রচারণার অভিযোগে কক্সবাজার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও খুরুশকুল ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান ছিদ্দিকীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) স্বেচ্ছাসেবক লীগ-এর ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এই নির্দেশনা প্রদান করেন।
কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তিনি জানান, সংগঠনের শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে মোঃ শাহজাহান ছিদ্দিকীকে গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৩৪ এর গ-উপধারা অনুযায়ী বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নির্বাচন করছেন মাহাবুবুর রহমান চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতিকে নির্বাচন করে যাচ্ছেন আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মাসেদুল হক রাশেদ।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।