২৮ আগস্ট, ২০২৫ | ১৩ ভাদ্র, ১৪৩২ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে শহরে জীবাণুনাশক তরল ওষুধ ছিঠানো হচ্ছে

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মহাদুর্যোগ করোনা ভাইরাস জীবাণুর সংক্রমণ প্রতিরোধে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জীবাণুনাশক তরল ওষুধ ছিটানো শুরু হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বৃহস্পতিবার ২৬ মার্চ সকালে জীবাণুনাশক তরল ওষুধ ছিটানো কার্যক্রমের উদ্বোধন করেন।

কক্সবাজারকে জীবাণুমুক্ত করার লক্ষ্যে এনজিও এ্যাকশন এগেইন্সট হাঙ্গার (এসিএফ) এর সহযোগিতায় জেলা প্রশাসন এ উদ্যোগ নিয়েছে। উদ্বোধনের সময় কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, শহরে ও বিভিন্ন উপজেলায় জীবাণুনাশক তরল ওষুধ ছিটানো শুরু হয়েছে। দেশের এ ক্রান্তিলগ্নে বৈশ্বিক মহামারী ভয়াবহ করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের পাশাপাশি ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে এগিয়ে আসার জন্য তিনি সকলের প্রতি আহবান জানিয়েছেন।

জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এসময় হাত ধোয়ার জন্য স্থাপিত অন্যান্য কার্যক্রমও উদ্বোধন করেন। উদ্বোধনের সময় তাঁর সাথে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব উপসচিব) মোহাম্মদ আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাঃ শাজাহান আলি প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দেশের অন্যান্য স্থানের মতো কক্সবাজার শহরেও জীবাণুনাশক তরল ওষুধ ছিটানোর জন্য পৌরবাসী কক্সবাজার পৌর কর্তৃপক্ষের নিকট গত ১০/১২ ধরে জোর দাবি জানিয়ে আসলেও এ মহাসংকটে এ বিষয়ে কক্সবাজার পৌর কর্তৃপক্ষ কোন উদ্যোগ নেননি। ফলে কক্সবাজার পৌরসভার নাগরিকদের মধ্যে করোনা ভাইরাস আতংক দিন দিন বাড়তে থাকে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।