১২ সেপ্টেম্বর, ২০২৫ | ২৮ ভাদ্র, ১৪৩২ | ১৯ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ১২ প্রার্থী

jela-cox-el-1১১ ডিসেম্বর রবিরবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আরো ৫ প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রতাহার করে নিলেন। এ নিয়ে চলতি বছরের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ১২ প্রার্থী। তাঁদের মধ্যে চার নারী সংরক্ষিত নারী সদস্য পদের সম্ভাব্য প্রার্থী ছিলেন। অন্যরা সাধারণ সদস্য পদে প্রার্থী হতে ইতিপূর্বে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। মনোনয়পত্র প্রত্যাহার করার কারণে তাঁদের আর আসন্ন জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রইলো না।

নির্বাচনে অংশগ্রহণ না করার প্রত্যয় ব্যক্ত করে ইতোমধ্যে জেলা নির্বাচন কার্যালয়ে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন তাঁরা। ফলে ৮১ জন প্রার্থীর অংশগ্রহণে (ঋণ খেলাপীর অভিযোগে অযোগ্য ঘোষিতরা যোগ হলে) অনুষ্ঠিত হবে আসন্ন জেলা পরিষদ নির্বাচন। ইতোমধ্যে যাঁরা নির্বাচনে অংশগ্রহণ না করার প্রত্যয় ব্যক্ত করে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন তাঁরা হলেন, জিয়া উদ্দিন চৌধুরী জিয়া (৫ নং ওয়ার্ড), ফিরোজ আহমদ চৌধুরী ( ৫নং ওয়ার্ড), মোস্তফা আনোয়ার (৩নং ওয়ার্ড), আকতার আহমদ (৬নং ওয়ার্ড), আব্দুর রহিম ( ১৫নং ওয়ার্ড), জহির হোছাইন (১৫নং ওয়ার্ড), আব্দুর রহিম ( ১৩ নং ওয়ার্ড), রাহামত উল্লাহ্ (১৩নং ওয়ার্ড), খোরশিদা বেগম (সাধারণ ওয়ার্ড নং ১৪)। এ ছাড়া সংরক্ষিত নারী ওয়ার্ডে যাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তাঁরা হলেন, জাহানারা পারভীন (২নং ওয়ার্ড), মর্জিনা বেগম (২নং ওয়ার্ড), আশরাফুন নেছা রিপা ( ৫নং ওয়ার্ড), স¤œজিদা বেগম (৫ নং ওয়ার্ড)।

১২ ডিসেম্বর সোমবার বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে সকাল ৯ টা থেকে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হবে। এক প্রতীক একাধিক প্রার্থীর পছন্দ হলে লটারিতে বিজয়ী পাবেন পছন্দের প্রতীক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।