১৪ ডিসেম্বর, ২০২৫ | ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ২২ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ১ম রি ইউনিয়ন

সংবাদ বিজ্ঞপ্তিঃ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ১ম রি ইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে ভার্সিটি অডিটরিয়ামে বাংলাদেশ সংবিধানের উপর কুইজ প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রায় ১০০ শিক্ষার্থী অংশ নেয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সেক্রেটারী লায়ন মুজিবুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও আলোকিত সমাজ গড়তে আইনের ছাত্রদের বিকল্প নেই। কারণ তারাই পারবে সমাজের নানা অসংগতি, দুর্নীতিসহ এই পিছিয়ে পড়া জীবন ব্যবস্থাকে এগিয়ে নিতে। আর সেজন্য আইনের শিক্ষার্থীদের অধ্যবসায়ের মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, শুধু পুথিগত বিদ্যার মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে নিজেকে বিশ্ব পরিমন্ডলে পরিচিত করার জন্য কাজ করতে। আর সেজন্য বিশ্ববিদ্যালয় সবধরনের সহযোগিতা করবে। আলোচনা সভার সঞ্চালনা করেন আইন বিভাগের প্রভাষক সাদিয়া খানম। স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের প্রধান রাজিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক আবদুল হামিদ,রেজিস্ট্রার নাজিম উদ্দিন সিদ্দীকী, প্রক্টর রাজীদুল হক, ডেপুটি রেজিস্ট্রার এহসান হাবীব, আইন বিভাগের প্রভাষক জান্নাতুল কেয়া সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান।
পরে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বরে কবি নুরুল হুদা মঞ্চে আইন বিভাগের ১ম ব্যাচ থেকে ১১তম ব্যাচের শিক্ষার্থীরা সবাই মিলিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শেষ করা ১ম ও ২য় ব্যাচের ছাত্র-ছাত্রী সহ অন্যান্য ব্যাচের ছাত্র-ছাত্রীরা তাদের অনুভূতি প্রকাশ ও পরস্পর পরস্পরের সাথে কুশল বিনিময় করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রি ইউনিয়ন শেষ হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।