৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

কক্সবাজার আসছেন চিত্রনায়িকা মীম

লাক্স তারকা ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম আগামীকাল (৩১ মার্চ) কক্সবাজার যাচ্ছেন। তবে অবকাশ যাপনের জন্য নয়। সৈকত নাসিরের নির্মিতব্য ‘পাষাণ’ সিনেমার শুটিংয়ে অংশ নিতেই সেখানে যাচ্ছেন বলে রাইজিংবিডিকে জানান মিম।

এ প্রসঙ্গে মিম বলেন, “আগামীকাল থেকে কক্সবাজারে ‘পাষাণ’ সিনেমার গানের শুটিং শুরু হবে। দুটি গানের শুটিং বাকি আছে। এ গান দুটি থাইল্যান্ডে করার কথা ছিল, কিন্তু ভিসা জটিলতায় দেশেই করা হচ্ছে। এ গান দুটির শুটিং শেষ হলে পুরো সিনেমার শুটিং শেষ হবে।”
‘পাষাণ’ সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার ওম। এ দুজন ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করছেন- বিপাশা কবির, মিশা সওদাগর, শিমুল খানসহ অনেকে। ভিজ্যুলাইজার প্রযোজিত ‘পাষাণ’ সিনেমার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে জাজ মাল্টিমিডিয়া।

এছাড়া মিম ‘দুলাভাই জিন্দাবাদ’ শিরোনামের সিনেমার শুটিং করছেন। মনতাজুর রহমান আকবর পরিচালিত এ সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এ সিনেমায় ডিপজল-মৌসুমী জুটিকেও দেখা যাবে। তাছাড়া তারেক শিকদারের নির্মিতব্য ‘দাগ’সিনেমা কাজ করছেন মিম। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন বাপ্পি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।