৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ   ●  চকরিয়ায় সাবেক সাংসদের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা

এসডিজি অর্জনে পয়ঃবর্জ্য পরিশোধণ প্লান্টের মাধ্যমে নিরাপদ স্যানিটেশন চর্চা করছে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ্

সংবাদ বিজ্ঞপ্তি:

২০৩০ সালের মধ্যে ’সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল্ড (এসডিজি) অর্জনে সরকার নিরিবিচ্ছন্ন কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে এসডিজি’র অন্যতম লক্ষ্য পয়ঃবর্জ্যের সঠিক ব্যবস্থাপনায় সরকারী-বেসসরকারী সব সংস্থার অংশগ্রহণ এবং উপকারভোগী স্থানীয় জনগোষ্ঠীকে পয়ঃবর্জ্য পরিশোধণ প্লান্ট এর স্থায়ীত্বশীলতা ধরে রাখার উপর গুরুত্বারোপ করেন এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ্।
বৃহস্পতিবার বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দরগাপাড়ায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, ক্যাটস-২ প্রকল্পের উদ্যোগে আয়োজিত পরিশোধণ প্লান্ট  উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ এসব কথা বলেন৷
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পয়ঃবর্জ্য পরিশোধণ প্লান্ট এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান।
সভায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর ক্যাটস-২ প্রকল্পের আওতায় পয়ঃবর্জ্য পরিশোধণ প্লান্ট এর প্রশংসা করে বক্তারা বলেন, কমিউনিটি পর্যায়ে পয়ঃবর্জ্য পরিশোধণ প্লান্ট এর মাধ্যমে নিরাপদ স্যানিটেশন চর্চা পর্যায়ে নিশ্চিত করা যায়। তাই এটির উপর জন অংশগ্রহনের গুরাত্বারোপ করা হয়।
এনজিও ফোরামের প্রকল্প সমন্বয়কারী মোঃ মোশাররফ হোসেনের সঞ্চালনায় সভায় সুচনা বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রেজাউল করিম।
সভায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর নির্বাহী পরিচালক এস এম এ রশীদ বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে এনজিও ফোরাম এর বিভিন্ন প্রকল্পের সফলতা তুলে ধরেন।
এসময় ইউনিসেফ এর ওয়াশ ম্যানেজার বিশনু পোখরেল, ইউনিসেফ প্রতিনিধি জাহিদুল মামুন ও মোহাম্মদ আলী, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী  প্রকৌশলী সনজিৎ কুমার মিত্র, এনজিও ফোরামের হেড অফ প্রোগ্রাম মোঃ তরিকুল ইসলাম এবং স্থানীয় সরকার ও কমিউনিটির প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।