৫ অক্টোবর, ২০২৫ | ২০ আশ্বিন, ১৪৩২ | ১২ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

এসএসসির খাতা মূল্যায়নের পদ্ধতি সময়োপযোগী : প্রধানমন্ত্রী

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার শিক্ষার সুষ্ঠু পরিবেশ সুনিশ্চিত করেছে। এবার খাতা মূল্যায়নের পদ্ধতিতে একটু ভিন্নতা আনায় সামগ্রিকভাবে পাসের হার কমেছে। তবে এ পদ্ধতি প্রয়োজনীয় ও সময়োপযোগী।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গণভবনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন। তিনি সময়মত পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে তার সরকারের বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, ‘আমরা শিক্ষাক্ষেত্রে ডিজিটাল করেছি। মাল্টিমিডিয়া ক্লাশ রুমের ব্যবস্থা করেছি। শিক্ষকদের ট্রেনিং দিয়েছি। বিভিন্ন বিদ্যালয়ে মিড ডে মিলের ব্যবস্থা করেছি। এ সব কারণে দিন দিন শিক্ষাক্ষেত্র এগিয়ে যাচ্ছে।’

শেখ হাসিনা বলেন, ‘দারিদ্রমুক্ত দেশ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। তাই আমরা শিক্ষাকে অধিক গুরুত্ব দিচ্ছি।  আমাদের ছেলে-মেয়েরা অত্যান্ত মেধাবী। তারা পরীক্ষায় ফেল করুক তা আমরা চাই না। একটু পড়ালেখা করলেই সবাই পাস করবে। যারা এ বছর পাস করতে পারেনি ধর্য্য না হারিয়ে আগামী বছর ভালভাবে পরীক্ষা দেবে।’

তিনি বলেন, ‘ছেলেদের তুলনায় মেয়েরা একটু এগিয়ে আছে। আমি ছেলেদের বলব-তোমাদের পিছিয়ে থাকলে চলবে না। ভালভাবে পড়ালেখা করে সমান তালে এগিয়ে যেতে হবে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।