
কক্সবাজার সময় ডেস্কঃ এসএসসি পরীক্ষা দিতে গিয়ে প্রেমিকের হাত ধরে এক শিক্ষার্থী পালিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে নওগাঁর মান্দা উপজেলায় এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই শিক্ষার্থী উপজেলার বাথইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং একই গ্রামে বাড়ি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মান্দা উপজেলায় এসএসসি সমমান পরীক্ষার কেন্দ্র ১০টি। এর মধ্যে কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় একটি। উপজেলার বাথইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কেন্দ্রে ছিল ওই বিদ্যালয়টি।
পরীক্ষায় অংশ নিতে সকালে ওই ছাত্রী তার সহপাঠীদের সঙ্গে কেন্দ্রে আসে। কেন্দ্রে আসার কোনো এক সময় কাউকে না জানিয়ে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। যার সঙ্গে পালিয়ে গেছে তার স্ত্রী ও সংসার আছে বলেও জানা গেছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।