২১ আগস্ট, ২০২৫ | ৬ ভাদ্র, ১৪৩২ | ২৬ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

সুরাজপুর-মানিকপুর জাতীয় পার্টির সম্মেলনে-হাজি ইলিয়াছ এমপি

এরশাদের অভুতপুর্ব উন্নয়ন অন্যকোন সরকার অতিক্রম করতে পারেনি

চকরিয়ায় সুরাজপুর-মানিকপুর জাতীয় পার্টির সম্মেলনে বক্তব্য দিচ্ছেন হাজি মোহাম্মদ ইলিয়াছ এমপি।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): জাতীয় পার্টি চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন শাখার সম্মেলন গতকাল ১১নভেম্ববর বিকাল ৩টায় মানিকপুর নতুন বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া -পেকুয়া জাতীয় সংসদ সদস্য ও কক্সবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি গণমানুষের নেতা হাজি মোহাম্মদ ইলিয়াছ।

প্রধান অতিথি হাজি মোহাম্মদ ইলিয়াছ এমপি বলেন, জাতীয় পাটির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে বাংলাদেশে অভুতপুর্ব উন্নয়ন হয়েছে। সারাদেশে এখনো এরশাদ সরকারের উন্নয়ন গুলো স্বাক্ষী হিসেবে বিদ্যমান আছে। জাতীয় পাটি জনগনের ভাগ্য উন্নয়নে বিশ^াসী। সেই কারনে দীর্ঘ ৯বছরের শাসনামলে জনগনের কল্যানে এরশাদ সরকার সবধরণের উন্নয়ন কাজ করেছে। যা বিগত সময়ে কোন সরকার অতিক্রম করতে পারেনি। তিনি বলেন, জাতীয় পাটি সরকারের উন্নয়নের কথা চিন্তা করে সারাদেশে জনগন এখন পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগ দিচ্ছে। জনগন বুঝে গেছে উন্নয়ন চাইলে জাতীয় পার্টির কোন বিকল্প নাই। তাই জাতীয় পার্টির হারানো সুদিন ফিরিয়ে আনতে হবে। এইজন্য তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করে জাতীয় পার্টির ঘাটিতে পরিণত করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার নিয়ে চকরিয়া-পেকুয়ার আসন পল্লী বন্ধু এরশাদ ও বেগম রওশন এরশাদকে উপহার দিতে হবে।

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আইয়ুব জিহাদীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যন ও জেলা জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা আসমাউল হুসনা, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক আলহাজ মো. নুরুল আমিন, চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, মাতামুহুরী উপজেলা সভাপতি টিপু সোলতান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
সম্মেলনে উদ্বোধক ছিলেন চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি গিয়াস উদ্দিন মেম্বার। বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা মহিলা পার্টির সভাপতি জোসনা আক্তার, সাধারণ সম্পাদক সজরুন্নাহার বুলু, মাতামুহুরী উপজেলা সভাপতি হুমায়রা বেগমজাপা নেতা নাছির উদ্দিনসহ উপজেলা, ইউনিয়ন ও প্রত্যেক ওয়ার্ড জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।