২০ আগস্ট, ২০২৫ | ৫ ভাদ্র, ১৪৩২ | ২৫ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

এবার চকরিয়ায় ১শ পরিবারকে শীতবস্ত্র দিল বাবৌযুপ

নিজস্ব প্রতিবেদক:

এবার জাতি ধর্ম নির্বিশেষে কক্সবাজারের চকরিয়ায় ১শ অতিদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র প্রদান করেছে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে হারবাং রাখাইন আদর্শ শিশু কিশলয় চত্বরে সংগঠনটির কক্সবাজার ও রামু শাখার উদ্যোগে শীতার্ত হিন্দু, বড়ুয়া, মুসলিম, রাখাইন জনগোষ্ঠীর মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রয়াত: দীলিপ কুমার বড়ুয়ার স্মরণে পান্না-মান্না’র সহযোগিতায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর মহাসচিব অধ্যাপক সরোজ বড়ুয়া’র সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারবাং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মেহরাজ উদ্দীন মিরাজ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মানবিক কর্মে সহায়তা প্রদানকারী অপর সংগঠন একইবৃন্ত শিল্প সাহিত্য পর্ষদের চেয়ারম্যান কবি নুরুল সিপার খান বলেন, প্রান্তিক হতদরিদ্র ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বাবৌযুপ। তাদের সাথে সামিল হয়ে আজ নিজেকে ধন্য মনে করছি।

তিনি বলেন, মানবিক পৃথিবী গড়তে দেশের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। এতে করে সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে। আগামীতেও এ ধরণের মহৎ কর্মে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের আওতাধীন প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্প সুপারভাইজার তপন সমাদ্দার(বাপ্পী), উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, রামু উপজেলা বৌদ্ধ যুব পরিষদের সভাপতি রাসেল বড়ুয়া, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী চকরিয়ার প্রতিনিধি মংই মাষ্টার।

এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জিন্নাত আলী, অব: শিক্ষক অংকাছিন, রাশেল উদ্দিন, সিএসবি টুয়েন্টিফোর এর নিউজ রুম এডিটর বিশ্বজিৎ বড়ুয়া রকি প্রমুখ।

এর আগেও হারবাংয়ের অর্ধশত ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করেন বাবৌযুপ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।