২০ আগস্ট, ২০২৫ | ৫ ভাদ্র, ১৪৩২ | ২৫ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

এবার কপিল শর্মার উপর চটেছেন সালমান খান

এবার কপিল শর্মার উপর চটেছেন বলিউড সুপার স্টার সালমান খান, দিয়েছেন কড়া সতর্কবাণীও। মূলত কপিলকে কেন্দ্র করে গড়ে ওঠা সাম্প্রতিক বিতর্কের জেরে এ সতর্কবাণী।

সম্প্রতি ‘দা কপিল শর্মা শো’-এর টিমে ভাঙন ধরেছে। একের পর এক টিম মেম্বার কপিলের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে তার সঙ্গে কাজ করতে অস্বীকার করছেন। বিষয়টা শুরু হয়েছিল কপিলের শো-এর অন্যতম সম্পদ সুনীল গ্রোভারের সঙ্গে কপিলের ঝামেলার পর থেকেই। শোনা গিয়েছিল, অস্ট্রেলিয়া থেকে ফেরার পথে উড়োজাহাজে সুনীলকে নাকি যাচ্ছেতাই ভাবে অপমান করেন কপিল।

এমনকি সুনীলের গায়ে হাত পর্যন্ত তোলেন। তার পরেই কপিলের টিম থেকে বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন সুনীল। সুনীলের অনুসরণে আরও বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীও কপিলের টিম ত্যাগ করেন। তাঁদেরও অভিযোগ ছিল, খ্যাতির অহঙ্কারে তাঁদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করছেন কপিল।

এ বার এই বিষয়ে মুখ খুললেন সালমান। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কপিলকে নিয়ে কথা বলতে গিয়ে সালমান বলেন, ‘নিজের স্টারডম নিজের নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। আমি এখন আমার ক্যারিয়ারের সেই উচ্চতায় পৌঁছেছি, যেখানে মানুষ সব সময়ে আমার চাটুকারিতা করে। এ রকম অবস্থায় কোনটা ঠিক, কোনটা ভুল বুঝে ওঠা খুব কঠিন হয়। সেই কারণে আমি সব সময়ে আমার পরিবার আর বন্ধুদের কথা শুনে চলি। কারণ এঁরাই হলেন সেই সমস্ত মানুষ, যাঁরা মাটির সঙ্গে আমার সংযোগ অক্ষুণ্ন রাখেন, আমাকে হাওয়ায় উড়ে যেতে দেন না। ’

সূত্র: এবেলা

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।