
কক্সবাজারসময় ডেস্কঃ চাকরির দাবিতে কক্সবাজারের উখিয়ায় স্থানিয়দের বাধার মুখে রোহিঙ্গা ক্যাম্পে যেতে পারেনি এনজিও কর্মীরা। আজ সোমবার সকাল ৭টা থেকে চাকরির দাবিতে কক্সবাজার টেকনাফ আরকান সড়কে কোটবাজারে অবরোধ করে হাজার হাজার স্থানিয়রা। এই সময় তারা রোহিঙ্গা ক্যাম্পে মুখি এনজিওদের শত শত গাড়ি ফিরিয়ে দেয়। এই সময় পুলিশের আন্দোলনকারিদের উপর লাঠিচার্জ করলে স্থানিয়দের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে ২০ জন আহত হয়। ৩ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকার পরে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তাহিয়ান ও উখিয়ার এ্যাসিল্যান্ড ফখরুল ইসলাম আন্দোলনকারীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
স্থানিয়দের চাকরির জন্য আন্দোলনে নেতৃত্ব দেয়া ইমরুল কায়েস চৌধুরী জানিয়েছেন,
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এনজিওতে চাকরির দাবিতে গত দুই মাস ধরে আন্দোলন করে আসছে। প্রশাসনের পক্ষে বারবার চাকরির আশ্বাস দেয়া হলেও চাকরি দেয়া হয়নি। তাই বাধ্য হয়ে স্থানিয়রা রাজপথে নেমে আসে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম জানিয়েছেন, চাকরির দাবিতে সকাল থেকে স্থানিয়রা রাস্তায় অবরোধ করে আন্দোলন শুরু করে। ৩ ঘন্টা পরে তাদের বু্ঝিয়ে অবরোধ তুলে নেয়া হয়।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।