৩১ আগস্ট, ২০২৫ | ১৬ ভাদ্র, ১৪৩২ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

একাদশে দুই পরিবর্তনের সম্ভাবনা বাংলাদেশের

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ৮ ব্যাটসম্যান নিয়ে মাঠে নেমে সমালোচনা শুনতে হয়েছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। দ্বিতীয় ম্যাচে পাঁচ বোলার নিয়ে মাঠে নামলেও মোসাদ্দেককে বসিয়ে ইমরুলকে দলে রাখা ও সাব্বিরকে ছয়ে খেলানো নিয়েও সমালোচনা হয়। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। আর এ ম্যাচেও দুটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বেশ কিছুদিন তিন নম্বরে খেলানো হয়েছে সাব্বির রহমানকে। আর নিজেকে সফল প্রমাণও করেন সাব্বির। তবে টুর্নামেন্ট শুরু হলে দ্রুত উইকেট হারানো থেকে বাঁচতে সাব্বিরের পরিবর্তে ইমরুলকে তিনে খেলানোর সিদ্ধান্ত নেন কোচ। তবে দলের চাওয়া পূরণ করতে পুরোপুরি ব্যর্থ হন ইমরুল। তাই আবার তিনে ফিরছেন সাব্বির। আর ইমরুলের পরিবর্তে একাদশে ফিরছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশের বাইরে থাকা মোসাদ্দেক।

এদিকে কিউইদের বিপক্ষে মাঠে নামার আগে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজকের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় সকাল থেকেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উইকেটে এখনও একটু ঘাস ও বাউন্সের সম্ভাবনা রয়েছে। সেই চিন্তা ভাবনা থেকে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে তাই একাদশে তাসকিনের থাকার সম্ভাবনা বেশি।

এদিকে চূড়ান্ত একাদশ নিয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জাগো নিউজকে জানান, `গতকাল (বৃহস্পতিবার) পর্যন্ত ইমরুলের পরিবর্তে মোসাদ্দেক আর মিরাজের পরিবর্তে তাসকিন দলে নিশ্চিত। তবে আজ (শুক্রবার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া খেলা শুরুর আগে পিচ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।`

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।