
শফিক আজাদ,উখিয়াঃ উখিয়ায় এক হেফজখানার ছাত্র দীর্ঘ ৮দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে সোমবার উখিয়া থানায় তার মা আরেফা বেগম বাদী হয়ে একটি ডায়েরী লিপিবদ্ধ করেছে। যার নং-৩১৬, তাং-০৮/০৪/২০১৯ইং।
থানায় দায়েরকৃত ডায়েরীতে দেখা যায়, এ উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজ্জইমার রাস্তার মাথা নামক এলাকা সাহাব উদ্দীনের ছেলে টিএন্ডটি আজম রোড হেফজখানায় অধ্যায়নরত ছাত্র শাকিল উদ্দীন (১১) প্রতিদিনের ন্যায় গত ১ এপ্রিল সকাল ৭টার দিকে বাড়ী থেকে বের হয়ে যায়। পরবর্তীতে আর ঘরে ফিরে আসেনি।
নিখোঁজ শাকিলের মা’ আরেফা বেগম বলেন, তার ছেলেটি গত ৮দিন পূ্র্বে ঘর থেকে বের হয়ে যাওয়ার পর থেকে আর কোন খোঁজ মেলেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পরও সন্ধান না পেয়ে ডায়েরি লিপিবদ্ধ করেন সে। কোন সহৃদয়বান ব্যক্তি তার ছেলের সন্ধান পেলে ০১৮৭৭৯৫৪৪৪২ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের বলেন, এ সংক্রান্ত একটি সাধারণ পাওয়া গেছে। ভিকটিম উদ্ধার হলে এটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হবে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।