২৮ জানুয়ারি, ২০২৬ | ১৪ মাঘ, ১৪৩২ | ৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান

উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ায় হামলা চালিয়ে সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টা চালিয়েছে একদল ভূমিদস্যু। বিভিন্ন সময়ে দাবি করে আসা চাঁদা না দেওয়ার পরিপ্রেক্ষিতে রোববার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টেকপাড়াস্থ জসিম আজাদের বসতবাড়িতে হানা দেয় দুর্বৃত্তরা।

জানা গেছে, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহাফুজ উদ্দিন বাবুর (৪২) নেতৃত্বে ১০/১২জন লোক জোরপূর্বক ও অবৈধভাবে উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি জসিম আজাদের বসতবাড়িতে প্রবেশ করে তফসিলে বর্ণিত জমি নিজেদের বলে দাবি করে এবং জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা চালায়।

ভুক্তভোগী সাংবাদিক জসিম আজাদ বলেন, এ সময় বাধা দিলে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন বিএনপি নেতা বাবু ও তার দলবল। অন্যথায় জোরপূর্বক উচ্ছেদ করার হুমকি দেন। পরে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে জসিম আজাদ ও স্ত্রীর তন্নি আজাদের ওপর হামলা করে বাবুর নেতৃত্বাধীন লোকজন।

এ ঘটনায় বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০২৩ সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে একটি ফৌজদারী দরখাস্ত দেন জসিম আজাদ।

অভিযুক্ত ও আসামিরা হলেন, রত্নাপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত মহি উদ্দিন চৌধুরীর ছেলে তাইমুন উদ্দিন (২৮) ও তাইফুর উদ্দিন (৩৬); মৃত হাবিবুর রহমানের ছেলে মাহাফুজ উদ্দিন বাবু (৪২); হলদিয়া পালং ইউনিয়নের সাবেক রুমখাঁর মৃত মীর কাশেম চৌধুরীর ছেলে আলা উদ্দিন চৌধুরী (৫৮) এবং অজ্ঞাত আরও ১০/১২ জন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।