
উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি সদস্যরা কক্সবাজার থেকে টেকনাফমূখী স্পেশাল সার্ভিস একটি বাস গাড়ি আটক করে তল্লাশী চালিয়ে পাকিস্তানী উন্নমানের হাতের কাজ করা মহিলাদের ব্যবহারের ঝড়ঝট কাপড় চব্দ করেছে। জব্দকৃত কাপড়ের বাজার মূল্য ১৫ লক্ষ ৭৮ হাজার টাকা হবে বলে সিজার লিষ্টের তালিকায় নিধার্রণ করা হয়েছে।
মরিচ্যা চেকপোষ্টের বিজিবির নায়েব সুবেদার খন্দকার জহিরুল ইসলাম জানিয়েছেন গত বৃহস্পতিবার রাতেই এসব কাপড় কক্সবাজার থেকে টেকনাফের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা চেকপোষ্টে গাড়ি তল্লাশী চালিয়ে এসব কাপড় আটক করে। আটককৃত কাপড় উখিয়ার ঘাট বালুখালী কাস্টমস শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
			
									
			
					 ২০২১ ফেব্রুয়ারি ০৮  ০৮:৩১:১১ 
					
					 ২০২০ জুলাই ২৮  ০৬:০২:৪৫ 
					
					 ২০২০ জুন ২৭  ১১:১৮:৫৪ 
					
					 ২০২০ জুন ২২  ১২:৫৩:২৯ 
					
					 ২০২০ মে ২৯  ০৫:৫৩:৩৫ 
					
					 ২০২০ মে ০৯  ০১:০৫:২৩ 
					
					 ২০২০ মে ০৭  ০৫:০৩:৩০ 
					
					 ২০২০ মে ০৫  ১১:৫৩:৩৯ 
					
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।