১০ সেপ্টেম্বর, ২০২৫ | ২৬ ভাদ্র, ১৪৩২ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!

উখিয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৩ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট


উখিয়ায় জালাল আহমদ নামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত ৩ টার দিকে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদের হামলায় পরিবারের ৪ সদস্য আহত হয়েছে। ডাকাতরা লুট করে নিয়ে নগদ দেড় লাখ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার।
সৌদি আরব প্রবাসী জালাল আহমদের স্ত্রী গুলজার বেগম জানান, পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় রাত ৩ টার দিকে একদল সশস্ত্র ডাকাত বাড়ির ছাদের দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা বাড়িতে ঢুকেই অস্ত্রের ভয় দেখিয়ে শয়নকক্ষে থাকা গুলজার বেগম, তার দুই ছেলে মো: ইউনুস ও মো: ইয়াসির এবং কন্যা মাহবুবা সুলতানাকে ব্যাপক মারধর করে। পরে তাদের আহত অবস্থায় হাত-পা বেঁধে ফেলে রেখে বাড়ির আলমারি থেকে নগদ দেড় লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ডাকাতরি ঘটনাটি উখিয়া থানায় অবহিত করা হলে ভোররাত ৫ টার দিকে পুলিশের একটি দল গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে জানতে চাইলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘ওই প্রবাসীর বাড়িতে ডাকাতির খবর শুনে ভোররাতেই পুলিশের একটি টিম পাঠানো হয়। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিবারের সদস্যদের সাথেও কথা বলেছেন। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত ওই পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।