১ মে, ২০২৫ | ১৮ বৈশাখ, ১৪৩২ | ২ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

উখিয়ায় পন্ডিত শাসনবংশের স্বরনে অস্ট পরিস্কার সহ সংঘদান অনুষ্টিত

 


উখিয়া উপজেলা রত্না পালং ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ্চিমরত্না শাসনতীর্থ সুদর্শন বিহারের দায়ক দায়িকা এবং কোটবাজার বৌদ্ধ ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে প্রায়ত পন্ডিত শাসনবংশ মহাস্হবিরের ১০ম প্রয়ান দিবস ও বিচিত্র ধর্ম কথিক ভদন্ত রেবত প্রিয় মহাথের’র রোগ মুক্তি কামনায় ,কোটবাজার বৌদ্ধ ব্যবসায়ীদের মঙ্গল কামনায় এবং বৌদ্ধ ব্যবসায়ী সদ্য প্রয়াত ডাঃ নীহার রন্জন বড়ুয়া, বাবু লাতু বড়ুয়া, অজয়, অমিয় বড়ুয়ার পরলৌকিক নির্বান সুখ কামনায় অষ্ট পরিষ্কার সহ মহা সংঘদান ধর্মদেশনা ৭মার্চ অনুষ্টিত হয়। কোটবাজার পশ্চিম রত্না শাসন তীর্থ সুদর্শন বিহারে অনুষ্টিত পুণ্যময় অনুষ্টানে সভাপতির আসন অলংকিত করেন উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির কার্যকরি সভাপতি এস ধর্মপাল মহাথের মহোদয়,উদ্বোধক ছিলেন ভদন্ত শাসনপ্রিয় মহাথের। এতে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন প্রধান অথিতি উ,পাঞাচারা মহাথের, আশীর্বাদক বিমল জ্যোতি মহাথের, প্রধান ধর্মদেশক ভদন্ত কুশলায়ন মহাথের, বিশেষ ধর্মদেশক ভদন্ত সারল্ংকার মহাথের, ভদন্ত ইন্দ্র বংশ মহাথের, ভদন্ত জ্যোতি পাল থের, জ্যোতি প্রজ্ঞা থের, জ্যোতি লংকার থের, জ্যোতি লায়ন থের, জ্যোতি কল্যান ভিক্ষু, প্রমুখ ধর্মদেশনা করেন। বক্তাগন বলেন প্রয়াত শাসন বংশ ছিলেন একজন সমাজ হিতৈষী ও সমাজ স্ংস্কারক। গুনীজনকে স্বরন না করলে গুনীজন জম্ম হয়না
অনুষ্টানে সার্বিক সহযোগিতা করেন, অত্র বিহারের সম্পাদক বাবু পরিতোষ বড়ুয়া, নিতোষ বড়ুয়া, রুমু বড়ুয়া, কোটবাজার বৌদ্ধ ব্যবসায়ী কল্যান সমিতির আহবায়ক বাবু সুনিল বড়ুয়া, সদস্য সচিব ডাঃ সুনিল বড়ুয়া, সাবেক সভাপতি বাবু জয়াংশু বড়ুয়া, সাবেক সম্পাদক বাবু কিরন বড়ুয়া, শুভংকর বড়ুয়া, বিজন বড়ুয়া, ডাঃ সুকুমার বড়ুয়া, বিরাট বড়ুয়্, আদর্শন বড়ুয়া, শিপন বড়ুয়া, স্বপন বড়ুয়া, হেমন্ত, প্রনব, জেবশন বড়ুয়া সহ সকল সদস্য বৃন্দ।
এতে পঞ্চশীল প্রার্থনা করেন মন্দির সু-রক্ষা কমিটির সভাপতি সাবেক মেম্বার বাবু মধু সুধন বড়ুয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।