
বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ার উপজেলার পালংখালি ইউনিয়নের তেলখোলা এলাকার চাকমা পল্লীতে হামলার ঘটনায় অজ্ঞাতনামা ছয়শত জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। রোববার রাতে চাকমা পল্লীর হেডম্যান বাউনু চাকমা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, শনিবার ১০/১৫ জনের একটি রোহিঙ্গার দল চাকমা পল্লীর আশপাশের গভীর পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে যায়। এসময় তারা চাকমা সম্প্রদায়ের লোকজনের পানের বরজের সবকটি খুঁটি উপড়ে ফেলে নিয়ে যায়। এছাড়া রোহিঙ্গারা চাকমা সম্প্রদায়ের লোকজনের কলাবাগান, আদা, হলুদ ও মরিচ সহ অন্যান্য সবজী ক্ষেতেও লুটপাট চালায়।
ওসি আরও জানান, এই ঘটনায় রোহিঙ্গাদের লুটপাটে চাকমা সম্প্রদায়ের লোকজন বাধা দিলে কথাকাটিসহ ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এসময় চাকমাদের প্রতিরোধে রোহিঙ্গারা সেখান থেকে চলে যায়। পরে এসব রোহিঙ্গা বালুখালী ক্যাম্পে ফিরে আরও ক্যাম্পবাসীকে সংগঠিত করে। তারা চাকমা পল্লীতে এসে হামলা চালায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও হামলাকারীরা সিটকে পড়লে কাউকে আটক করতে পারেনি। এই হামলার ঘটনায় দুইজন আহত হয়। এরা হলেন- উমংচা চাকমার ছেলে সুখীনু চাকমা (৩২), রবিচান চাকমার ছেলে ক্যাচিং চাকমা (৫৫)। তারা বর্তমানে চিকিৎসার শেষে বাড়িতে রয়েছে। চাকমা পল্লী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।