২৬ আগস্ট, ২০২৫ | ১১ ভাদ্র, ১৪৩২ | ২ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

উখিয়ায় চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় এলাকাবাসীর দূর্ভোগ

received_1817869531804613
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম ডিগলিয়া বাগান মোরা নামক এলাকায় সরকারি চলাচলের পথ বন্ধ করে দিয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। সোমবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম ডিগলিয়া বাগান মোরা নামক এলাকার স্থানীয় জনসাধারণের দীর্ঘদিনের চলাচলের রাস্তাটি এলাকার কতিপয় ভূমিদস্যু একই এলাকার মৃত ফজল করিমের ছেলে আবদুল জলিল প্রঃ মেজর জলিল, মৃত রহিম আলীর ছেলে ছৈয়দ আলম ও বদিউল আলম, মৃত চেহের আলীর ছেলে বেলাল উদ্দিন, মোঃ তসির ছেলে সোলতান আহাম্মদ, মৃত নুর আহাম্মদের ছেলে মকবুল আহমদ ড্রাইভার, মৃত তমিম গোলালের ছেলে ছৈয়দ আলম, মৃত আলী মদনের ছেলে নুরুল আলম, মোহাম্মদ আলীর ছেলে আবদুল গফুর, মৃত ফজল করিমের ছেলে আমির হামজা খলিবা, আলী মদনের ছেলে আলী আহাম্মদ ভুলুরা দখলে নিয়ে নেন। স্কুল, মাদ্রাসা ও কলেজের ছাত্র/ছাত্রীরা সহ সর্বসাধারণের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ হওয়ার কারণে তাদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে ইউপি সদস্য মীর সাহেদুল ইসলাম রোমান বলেন, চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার খবর শুনেছি। তবে তারা ক্ষমতাসীন দলের নব্য নেতা বলে কিছুই বলা যাচ্ছে না। গত ক’দিন আগে উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালংয়ের ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী চলাচলের রাস্তাটি পরিদর্শনে যান। ঐ সময় উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, কেউ যদি চলাচলের রাস্তা করে দেয়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অদ্যবদি পর্যন্ত কোন কাজ না হওয়ায় এলাকাবাসী ফুসে উঠছে। আজ মঙ্গলবার এলাকাবাসীর পক্ষ থেকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিনের নিকট স্মারকলিপি প্রদান করবেন বলে জানিয়েছেন। রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।