২ নভেম্বর, ২০২৫ | ১৭ কার্তিক, ১৪৩২ | ১০ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ত্রাণ জব্দ : জরিমানা আদায়

উখিয়ায় গোপনে ত্রাণ বিতরণ কালে রোহিঙ্গাসহ আটক-৬

বিশেষ প্রতিবেদক: জেলা প্রশাসন ব্যতিত বিচ্ছিন্ন ভাবে ত্রাণ বিতরণকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত জানানোর এক দিনের মাথায় কক্সবাজারের উখিয়ার রত্মপালং রুহুল্লার ডেবা মাদ্রাসায় রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণকালে ৪ রোহিঙ্গা ও ২ বাংলাদেশীসহ ৬ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় বিতরণের জন্য আনা ২শ’ ৪৮ প্যাকেট ত্রাণও জব্দ করা হয়েছে।
পরে ভ্রম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের ১৪ হাজার টাকা জরিমানা করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন ঢাকার ৭৯ নং সূত্রপুর এলাকার মোহাম্মদ সেন্টুর ছেলে মো. আসিফ (২২), উখিয়ার পশ্চিম রতœাপালং এলাকার ফরিদ আহমদের ছেলে ইকবাল হোসেন (৩২), কুতুপালং শরণার্থী ক্যাম্পের মৃত লাল মোহাম্মদের ছেলে আমির হোসেন (৫২), মৃত মকবুল আহমদের ছেলে নুরুল ইসলাম (৬০), ইয়াকুব আলীর ছেলে ছৈয়দুল আমিন (৫১) ও আবুল খায়েরের ছেলে শামশুল আলম (৪৮)।
আটকদের মাঝে আসিফকে ৩ হাজার ও ইকবাল হোসেনকে ৭ হাজার টাকা এবং বাকি আটক রোহিঙ্গাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

ইউএনও নিকারুজ্জামান জানান, রতœাপালং ইউনিয়নের রুহুল্লার ডেবা মাদ্রাসায় রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালায়। এ সময় ২শ’ ৪৮ প্যাকেট ত্রাণসহ ৬ জনকে আটক করি। তাদের মধ্যে ২ জন বাংলাদেশী ও ৪ জন রোহিঙ্গা। প্রশাসনের অনুমতি ছাড়া ও ক্যাম্পের বাইরে ত্রাণ বিতরণের অভিযোগে তাদেরকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে শাস্তি দেয়ার পর স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়েছে। পাশাপাশি উদ্ধার করা ত্রাণ আমাদের কন্ট্রোল রুমে নিয়ে যাওয়া হয়েছে। পরে এসব ত্রাণ রোহিঙ্গাদের মাঝে বিতরণ করা হবে।

ইউএনও আরো বলেন, রোহিঙ্গা ইস্যুটি একটি আন্তর্জাতিক বিষয়। তাই সরকারের পক্ষ থেকে সুষ্ঠ ও সুন্দরভাবে সমন্বয় করা হচ্ছে। এ অবস্থায় কেউ জেলা ও উপজেলা প্রশাসনের অনুমতির বাইরে ত্রাণ দিলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের সাথে এনজিও সমন্বয় সভায় উপস্থিত সকলকে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নিতে অনুরোধ জানান জেলা প্রশাসক মো. আলী হোসেন। প্রশাসনিক সিদ্ধান্ত মতে আজকের (শুক্রবারের) অভিযান চালানো হয়।

রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল আমিন চৌধুরী বলেন, আটকের পর তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।