১২ মে, ২০২৪ | ২৯ বৈশাখ, ১৪৩১ | ৩ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা   ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি   ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ

উখিয়ায় কৃষকলীগের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

Ukhiya Pic-24-03-2015
কক্সবাজারের উখিয়া উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় উখিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আহবায়ক কাজী আক্তার উদ্দিন টুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. একে আহমদ হোছাইন। প্রধান বক্তা হিসেবে কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আদিল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা কৃষকলীগের সহ সভাপতি আনিসুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ছৈয়দ মেম্বার, কক্সবাজার জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মাবু, টেকনাফ উপজেলা কৃষকলীগের সভাপতি এবিএম আবুল হোসেন রাজু, সাধারণ সম্পাদক মোঃ আমান উল¬াহ আমান, জেলা যুবলীগের সাংগঠনিক ও উপজেলা কৃষকলীগের সভাপতি প্রার্থী সোলতান মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক প্রার্থী তাশহিদ চৌধুরী ছোটন, দীনেশ বড়–য়া, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান, সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুন প্রমূখ। সম্মেলনের প্রথম অধিবেশনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে জাতীয় সংঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন কক্সবাজার জেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব রশিদ আহমদ। সম্মেলন শুরুর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে খন্ড খন্ড কৃষকলীগ নেতাকর্মীদের মিছিলে সম্মেলন স্থল ও উখিয়া ষ্টেশন জুড়ে জন সমাগমের ঢল নামে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ২ জন সভাপতি প্রার্থী ও ৪ জন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন। সম্মেলনের সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা যুবলীগ নেতা রতন কান্তি দে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।