২০ জানুয়ারি, ২০২৬ | ৬ মাঘ, ১৪৩২ | ৩০ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

উখিয়ায় কৃষকলীগের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

Ukhiya Pic-24-03-2015
কক্সবাজারের উখিয়া উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় উখিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আহবায়ক কাজী আক্তার উদ্দিন টুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. একে আহমদ হোছাইন। প্রধান বক্তা হিসেবে কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আদিল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা কৃষকলীগের সহ সভাপতি আনিসুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ছৈয়দ মেম্বার, কক্সবাজার জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মাবু, টেকনাফ উপজেলা কৃষকলীগের সভাপতি এবিএম আবুল হোসেন রাজু, সাধারণ সম্পাদক মোঃ আমান উল¬াহ আমান, জেলা যুবলীগের সাংগঠনিক ও উপজেলা কৃষকলীগের সভাপতি প্রার্থী সোলতান মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক প্রার্থী তাশহিদ চৌধুরী ছোটন, দীনেশ বড়–য়া, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান, সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুন প্রমূখ। সম্মেলনের প্রথম অধিবেশনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে জাতীয় সংঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন কক্সবাজার জেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব রশিদ আহমদ। সম্মেলন শুরুর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে খন্ড খন্ড কৃষকলীগ নেতাকর্মীদের মিছিলে সম্মেলন স্থল ও উখিয়া ষ্টেশন জুড়ে জন সমাগমের ঢল নামে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ২ জন সভাপতি প্রার্থী ও ৪ জন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন। সম্মেলনের সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা যুবলীগ নেতা রতন কান্তি দে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।