২৪ আগস্ট, ২০২৫ | ৯ ভাদ্র, ১৪৩২ | ২৯ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

উখিয়ায় একদিনে একই গ্রামের ৪ কিশোর অপহরণ

index
কক্সবাজারের উখিয়ার পূর্ব হলদিয়া পাতাবাড়ী গ্রাম থেকে সংঘবদ্ধ একদল মানব পাচারকারী ৪ কিশোরকে অপহরণ করে সাগর পথে মালয়েশিয়া পাচার করার অভিযোগ পাওয়া গেছে। গত ১৯ মার্চ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে পাতাবাড়ী এলাকা থেকে এদের অপহরণের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অপহৃত কিশোদের অভিভাবকদের পক্ষে আলী আহমদ (৪৫) পাচারকারীদের বিরুদ্ধে উখিয়া থানায় অভিযোগ দায়ের করেছে।
অপহৃত কিশোর আক্তার কামাল (১৪) এর পিতা নূরুল আমিন বলেন, বৃহস্পতিবার দুপুরে পাতাবাড়ী এলাকার পূর্ব হলদিয়া গ্রাম থেকে আমার ছেলে সহ অপর ৩ কিশোরকে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র ফুসলিয়ে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। জানা গেছে, পাচারকারীরা আমাদের ৪ কিশোর সহ আরো ২ কিশোরকে টেকনাফে নিয়ে গিয়ে মূল পাচারকারীদের হাতে তুলে দিয়েছে। অপহরণের শিকার কিশোররা হচ্ছে একই গ্রামের নুরুল আমিনের ছেলে আক্তার কামাল (১৪), আলী আহম্মদের ছেলে মোহাম্মদ আলী (১৭), রুমা আক্তারের ছেলে পিতৃহীন মোঃ শাহজাহান (১৫) গোলা হোছনের ছেলে আয়াছ মিয়া (১২)। অপহৃত কিশোর মোহাম্মদ আলীর পিতা আহমদ বলেন, মরিচ্যা বাজারের ব্যবসায়ী জাফর আলম সওদাগরের ছেলে আবুল আজম (৩৩) ও তার ভাই মোঃ বেদাইয়ার নেতৃত্বে আমাদের ছেলেদের সমূদ্র পথে মালয়েশিয়া পাচারের জন্য অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরো বলেন, বৃহস্পতিবার থেকে বিভিন্ন স্থানে খোঁজ করে ও পাচারকারীদের সাথে যোগাযোগ করে অপহৃতদের সন্ধান না পাওয়ায় গতকাল শুক্রবার বিকালে উখিয়া থানায় সংঘবদ্ধ মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম জানান, এব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে এবং অপহৃত কিশোরদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।