
কক্সবাজারসময় ডেস্ক : উখিয়া আমাদের জন্মভূমি তাই নিজের জন্মভূমি কে নিজের পরিবার পরিজন কে বাচাতে আসুন আমরা সবাই সচেতন হয়। আমরা নিজেরা সচেতন হতে উখিয়া প্রেসক্লাব এর সভাপতি সরওয়ার আলম শাহিন এর বার্তা নিম্নে তুলে ধরা হল-
প্রেসক্লাব এর সভাপতি বলেন – চলছে লকডাউন! কিন্ত উখিয়ায় আমরা কি লকডাউন মানছি,অনেকেই বাজারে ভীড় জমাচ্ছি,নিজের মত করে পাড়া মহল্লায় আড্ডা দিচ্ছি। আবার কেউবা গোপনে ঢাকা,নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে আসছি। কেউ কেউতো ভাড়ার লোভে ভাড়া বাসায় এনজিও কর্মীদের গোপনে জায়গা দিচ্ছি!
কিন্ত একটুও কি ভেবেছি! আমরা নিজেরই ক্ষতি করছি,নিজের অাত্বীয়স্বজনকে ঝুকির মুখে ফেলছি,পুরো এলাকাটা বিপদে পড়তে পারে শুধু আপনার জন্য। প্রতিদিনই প্রশাসনের সাথে লুকোচুরি খেলা হচ্ছে,প্রশাসন আর কত পারে বলুন। এখন এলাকায় বাইরে থেকে এনজিও কর্মীসহ কেউ আসলো কিনা তা পাহারা দেওয়ার চেয়ে প্রশাসনকে পাহারা দেয় হুজুগে জনগন। আইনশৃঙ্খলা বাহিনী এইদিক দিকে দৌড়ানি দিলে অন্যদিকে গিয়ে উকি দেয় তারা। এটা প্রতিদিনকার চিত্র। আসুন প্রশাসনকে সহায়তা করি। নিজে বাঁচি, অন্যদের বাঁচাই!
প্লিজ ঘরে থাকি, নিরাপদ থাকি,এলাকাবাসীকে নিরাপদ রাখি।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।