১১ সেপ্টেম্বর, ২০২৫ | ২৭ ভাদ্র, ১৪৩২ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

উখিয়ায় অস্ত্র, ইয়াবাসহ আটক তিন রোহিঙ্গা কারাগারে

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের উখিয়ায় অস্ত্র, ইয়াবাসহ আটক তিন রোহিঙ্গাকে কারাগারে প্রেরন করা হয়েছে। রোববার তাদেরকে কারাগারে প্রেরন করা হয়।
উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, শনিবার ভোরে অস্ত্রধারী কিছু রোহিঙ্গা বালুখালী ক্যাম্পের ভিতরে ডাকাতি প্রস্তুতি নেয়ার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। ওই সময় বেশ কিছু ডাকাত পালিয়ে গেলেও অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
ওই ঘটনায় আটককৃতরা হলেন- উখিয়ার কুতুপালং শরনার্থী ক্যাম্পের ৩ ব্লকের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে নুর বশর ওরপে মৌলভী ইউনুছ (২৬) ও বালূখালী ক্যাম্পের ছব্বির আহমদের ছেলে মো. ইলিয়াছ (২১)। অপরদিকে কক্সবাজারস্থ র‌্যাব-৭ এর একটি টিম কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে কুতুপালং ক্যাম্পের এ ব্লকের রুহুল আমিনের স্ত্রী ফাতেমা খাতুন (৪০) কে ৯ হাজার ৭শ ৯০ পিচ ইয়াবাসহ আটক করে।
পুলিশ কর্মকর্তা আবুল খায়ের আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদেরকে কারাগারে প্রেরন করা হয়েছে।
এদিকে শনিবার যৌথবাহিনী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরও ৮ জনকে আটক করেছিলেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয় বলে পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।