২৫ সেপ্টেম্বর, ২০২৫ | ১০ আশ্বিন, ১৪৩২ | ২ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ায় অপহ্নত যুবক উদ্ধার, আটক ২

কক্সবাজারসময় ডেস্কঃ


উখিয়া থানা পুলিশ অভিযান দুই অপহরণকারীকে আটক করার পাশাপাশি অপহ্নত যুবককে উদ্ধার করেছে। শনিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উখিয়ার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজস্থ গহীন অরণ্য থেকে উদ্ধার করা হয়।

জানা গেছে, উখিয়ার পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা গ্রামের কামাল হোসনের ছেলে মো. শাহাজাহানকে রোহিঙ্গা ক্যাম্পে চাকুরি দেয়ার কথা বলে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া গ্রামের মৃত ছৈয়দ আলমের ছেলে এলাকার রবিউল ইসলাম (২২) ও তার চেইন অব কমান্ড ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া গ্রামের মো. হোছনের ছেলে আনোয়ারুল ইসলাম (২৮) শনিবার সকালে শাহাজাহানকে মুঠোফোনে ঢেকে উখিয়া নিয়ে এসে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে উখিয়ার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজস্থ গহীন অরণ্যে আটকিয়ে রেখে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর পাশাপাশি তার পিতার নিকট থেকে মুঠোফোনে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

অপহ্নত যুবকের পিতা কামাল হোসেন জানান, আমার ছেলে শাহাজাহানকে রোহিঙ্গা ক্যাম্পে চাকুরি দেয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণ পূর্বক মারধর করে লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। পরে আমি থানা পুলিশের সহযোগিতা নিয়ে আমার ছেলেকে অপহরণ চক্রের কবল থেকে আহত অবস্থায় উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করেছি এবং মামলার প্রস্তুতি নিচ্ছি।

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের দুই অপহরণকারী আটকের সত্যতা স্বীকার করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।