
এস.ডি রায়হান: শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ স্লোগানকে সামনে রেখে সারাদেশে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচিতে মাসে প্রতি কেজি ১০ টাকায় ৩০ কেজি চাল বিক্রি করছে সরকার। খাদ্য অধিদপ্তরের নিবন্ধিত ডিলার সুলভ মূল্য কার্ডের মাধ্যমে এসব চাল বিক্রি শুরু করেছে।
বুধবার (২২ এপ্রিল) উখিয়া হিজলীয়া স্টেশন এলাকায় সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। এবং প্রতি সপ্তাহের সোমবার, মঙ্গলবার ও বুধবার এই দোকানটি খোলা থাকবে৷

এর আগে রবিবার উপজেলা খাদ্য অধিদপ্তরের টিসিএফ সেলিম উদ্দিন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি সুজিত বিহারী সেন খাদ্য অধিদপ্তরের নিবন্ধিত আবু বক্কর সিদ্দিকের ডিলার উদ্বোধন করেন।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী প্রতিবেদককে জানান, উপজেলায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে৷ যাদের কাছে খাদ্য অধিদপ্তরের সুলভ মূল্য কার্ড রয়েছে তারা এই কর্মসূচির আওতায় ছিলেন না। তাই সরকারি সিদ্ধান্ত মোতাবেক যাদের কার্ড রয়েছে তাদের প্রতি কেজি ১০ টাকায় মাসে ৩০ কেজি করে চাল বিক্রি করা হচ্ছে।
এছাড়াও খাদ্য অধিদপ্তরের সুলব মূল্য কার্ড ছাড়াও যদি অতিদরিদ্র কোন পরিবার খাদ্য সংকটে থাকে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করার কথা জানান ইউএনও৷
 
			


 
									
			 ২০২১ ফেব্রুয়ারি ০৮  ০৮:৩১:১১
					 ২০২১ ফেব্রুয়ারি ০৮  ০৮:৩১:১১ 
					 ২০২০ জুলাই ২৮  ০৬:০২:৪৫
					 ২০২০ জুলাই ২৮  ০৬:০২:৪৫ 
					 ২০২০ জুন ২৭  ১১:১৮:৫৪
					 ২০২০ জুন ২৭  ১১:১৮:৫৪ 
					 ২০২০ জুন ২২  ১২:৫৩:২৯
					 ২০২০ জুন ২২  ১২:৫৩:২৯ 
					 ২০২০ মে ২৯  ০৫:৫৩:৩৫
					 ২০২০ মে ২৯  ০৫:৫৩:৩৫ 
					 ২০২০ মে ০৯  ০১:০৫:২৩
					 ২০২০ মে ০৯  ০১:০৫:২৩ 
					 ২০২০ মে ০৭  ০৫:০৩:৩০
					 ২০২০ মে ০৭  ০৫:০৩:৩০ 
					 ২০২০ মে ০৫  ১১:৫৩:৩৯
					 ২০২০ মে ০৫  ১১:৫৩:৩৯ 
					
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।