২৮ আগস্ট, ২০২৫ | ১৩ ভাদ্র, ১৪৩২ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

উখিয়ার হলদিয়ায় শ্রমজীবি মানুষের হাতে খাদ্য তুলে দিলেন সোহেল আহমেদ বাহাদুর

কক্সবাজারসময় ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণে চরম অভাব-অনটনে নিমজ্জিত উখিয়ার হলদিয়ার কর্মহীন শ্রমজীবি মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর।

বুধবার (১ এপ্রিল ) সকাল থেকে বিকাল পর্যন্ত কক্সবাজার জেলা পুলিশের তত্বাবধানে নাগরিক সমাজের উদ্দেগে গঠিত করোনা সহায়তা তহবিল থেকে শ্রমজীবি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার মাধ্যমে তিনি তাদের পাশে এসে দাঁড়ান । এ সময় সোহেল আহমেদ বাহাদুরের সাথে কক্সবাজার ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল বণিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ইমরুল কায়েস চৌধুরী, যুবলীগ নেতা শাহজাহান সাজু, গণমাধ্যমকর্মী এইচ এম নজরুল, কনক বড়ুয়া, ছাত্রলীগ নেতা মো: রায়হান, মুসলিম উদ্দিন ও তানিম রহমান কেনাম উপস্থিত ছিলেন।

ত্রাণ সহায়তা দান কালে সোহেল আহমেদ বাহাদুর বলেন, করোনা ভাইরাস সংক্রমণে উখিয়া উপজেলার ৫ ইউনিয়নের নিন্মআয়ের মানুষগুলো বেশি দুর্ভোগে আছে। করোনা সহায়তা তহবিলের মাধ্যমে শ্রমজীবি এসব মানুষের জন্য তারা সাধ্য মতো খাদ্য সহায়তা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন । শ্রমজীবি ও কর্মহীন এসব মানুষের দুর্যোগকালীন সময়ে তাদের পাশে দাঁড়ানো সবার একান্ত কর্তব্য বলেও তিনি উল্লেখ করেন।মানবিক কর্তব্যবোধ থেকেই তিনি উপজেলার শ্রমজীবি মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে জানান।

গণমাধ্যমকর্মী ইমরুল কায়েস চৌধুরী বলেন- মানবিক কর্তব্যের অংশহিসেবে মঙ্গলবার উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন ঘুরে ঘুরে করোনা সহায়তা তহবিলের পক্ষথেকে প্রথমধাপে শতাধিক ব্যক্তির হাতে খাদ্য সামগ্রী তারা তুলে দিয়েছেন। প্রতিজনকে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় উপকরণসহ শুকনো খাবার দেয়া হয়েছে বলে তিনি জানান।উখিয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহজান সাজু বলেন-মানবিক সহায়তার জন্য গঠিত কক্সবাজার করোনা তহবিলের সহায়তায় তার এলাকার বেশ কিছু মানুষের হাতে আজ কয়েকদিনের অাহারের ব্যবস্থা করতে পারায় তিনি নিজেকে ধন্য মনে করছেন।ভবিষ্যতে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে এলাকার শ্রমজীবি মানুষের পাশে দাঁড়াবেন বলে আশ্বাস দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।