২৭ আগস্ট, ২০২৫ | ১২ ভাদ্র, ১৪৩২ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

উখিয়া সরকারী গোপার্ট দখল মুক্ত, ইউ.এন.ওর প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ


উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁপালং গ্রামের সরকারী খাস (গোপার্ট) ও জনসাধরণের চলাললের রাস্তা অবৈধ দখলের ঘটনায় দীর্ঘদিন থেকে চলা বিবেধমান সমস্য সমধানের জন্য উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন, উপজেলা ভূমি কমিশনার নুর উদ্দিন মোহাম্মদ শিবলী নোমান ও হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম এবং সদস্য স্বপন শর্মা রণির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। ঘটনার সামধানের জন্য গতকাল ৮ ফেব্রুয়ারি বুধবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন এর নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করায় তারা তাদের প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ করেন।
এলাকাবাসীরা জানান, জনচলাচলের রাস্তা সরকারী খাস (গোপার্ট) একই এলাকার মৃত নিবারণ শীল এর পুত্র বাবু লাল মোহন শর্মা অবৈধ ভাবে দখল করে রাখছিল দীর্ঘ ৩ যোগের অধিক সময় ধরে। উক্ত সরকারী খাস জায়গা (গোপার্ট) উদ্ধার ও সাধারণ জনগণ চলাচলের সুবিদার জন্য একই এলাকার গোরাঙ্গ শর্মা, নির্মল শীল, সুর্জিত শীল ও পলাশ শর্মা বাদি হয়ে এলাকাবাসীর পক্ষে উখিয়া উপজেলার নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। উপজেলা নির্বাহী অফিসার ও ভূমি কমিশনার অভিযোগটি আমলে নিয়ে উভয় পক্ষকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে ডেকে সামাধানের জন্য গত ১০ জানুয়ারি শুনানী অনুষ্টিত হয়। শুনানীতে উপজেলা ভূমি কমিশনার নুর উদ্দিন মোহম্মদ শিবলী নোমান উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারই ধারাবাহিকতায় গতকাল সরজমিনে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন। এই সময় তিনি আগামী ৩দিনের মধ্যে সরকারী খাস (গোপার্ট) রাস্তাটি জনস্বার্থে উম্মুক্ত করে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।