১৩ সেপ্টেম্বর, ২০২৫ | ২৯ ভাদ্র, ১৪৩২ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

উখিয়ায় তরুণী হত্যা চেষ্টা ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল

উখিয়ার উপকূলীয় ইউনিয়ন জালিয়াপালংয়ের ইমামের ডেইল এলাকার এক অসহায় যুবতীকে বিষপানে হত্যা চেষ্টার ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে প্রভাবশালী মহল।
জানা যায়, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বাস্তবে রূপ দিতে গত ২৫ ডিমেম্বর রবিবার বিকালে মোঃ শফির বিল এলাকার মোঃ আলমের পুত্র নুরুল আমিন (২২) একই ইউনিয়নের ইমামের ডেইল এলাকার শামশুল আলমের যুবতী কন্যা ইয়াছমিন আক্তার (১৮) কে বিয়ে করার উদ্দেশ্য নিজ বাড়িতে নিয়ে যায়। নুরুল আমিনের পিতা-মাতা উক্ত সম্পর্কে কোন প্রকার মেনে নিতে রাজী না হয়ে বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে ইয়াছমিন আক্তার উপর চালানো হয় বর্বরোচিত মারধর ও পাশবিক নির্যাতন চালায়। ইয়াছমিন অমানবিক নির্যাতনে জ্ঞান হারালে এক পর্যায়ে নুরুল আমিনের পিতা-মাতা ও স্বজনেরা ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ইয়াছমিনের মুখে বিষ ডেলে দিয়ে হত্যার করার চেষ্টা চালায়।
ঘটনাকে ভিন্নভাবে প্রবাহিত করতে স্থানীয় এক আওয়ামীলীগ এবং কথিত সাংবাদিক মিলে অপপ্রচার চালিয়ে ঘটনা ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্ঠা চালাচ্ছেন বলে অভিযোগ করেন ইয়াছমিনের পিতা শামশুল আলম। তিনি আরো জানান, অসহায় দরিদ্র পরিবার হওয়ায় আসামীরা নানানভাবে ভয় ভীতি প্রদর্শন করছেন।
ভয়ভীতি প্রদর্শন এবং ঘটনাকে ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্ঠায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ঘটনার স্বীকির ইয়াছমিনের পিতা শামশুল আলম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।