২৭ ডিসেম্বর, ২০২৫ | ১২ পৌষ, ১৪৩২ | ৬ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা

উখিয়ায় তরুণী হত্যা চেষ্টা ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল

উখিয়ার উপকূলীয় ইউনিয়ন জালিয়াপালংয়ের ইমামের ডেইল এলাকার এক অসহায় যুবতীকে বিষপানে হত্যা চেষ্টার ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে প্রভাবশালী মহল।
জানা যায়, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বাস্তবে রূপ দিতে গত ২৫ ডিমেম্বর রবিবার বিকালে মোঃ শফির বিল এলাকার মোঃ আলমের পুত্র নুরুল আমিন (২২) একই ইউনিয়নের ইমামের ডেইল এলাকার শামশুল আলমের যুবতী কন্যা ইয়াছমিন আক্তার (১৮) কে বিয়ে করার উদ্দেশ্য নিজ বাড়িতে নিয়ে যায়। নুরুল আমিনের পিতা-মাতা উক্ত সম্পর্কে কোন প্রকার মেনে নিতে রাজী না হয়ে বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে ইয়াছমিন আক্তার উপর চালানো হয় বর্বরোচিত মারধর ও পাশবিক নির্যাতন চালায়। ইয়াছমিন অমানবিক নির্যাতনে জ্ঞান হারালে এক পর্যায়ে নুরুল আমিনের পিতা-মাতা ও স্বজনেরা ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ইয়াছমিনের মুখে বিষ ডেলে দিয়ে হত্যার করার চেষ্টা চালায়।
ঘটনাকে ভিন্নভাবে প্রবাহিত করতে স্থানীয় এক আওয়ামীলীগ এবং কথিত সাংবাদিক মিলে অপপ্রচার চালিয়ে ঘটনা ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্ঠা চালাচ্ছেন বলে অভিযোগ করেন ইয়াছমিনের পিতা শামশুল আলম। তিনি আরো জানান, অসহায় দরিদ্র পরিবার হওয়ায় আসামীরা নানানভাবে ভয় ভীতি প্রদর্শন করছেন।
ভয়ভীতি প্রদর্শন এবং ঘটনাকে ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্ঠায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ঘটনার স্বীকির ইয়াছমিনের পিতা শামশুল আলম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।