৯ জুলাই, ২০২৫ | ২৫ আষাঢ়, ১৪৩২ | ১৩ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা

উখিয়ায় তরুণী হত্যা চেষ্টা ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল

উখিয়ার উপকূলীয় ইউনিয়ন জালিয়াপালংয়ের ইমামের ডেইল এলাকার এক অসহায় যুবতীকে বিষপানে হত্যা চেষ্টার ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে প্রভাবশালী মহল।
জানা যায়, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বাস্তবে রূপ দিতে গত ২৫ ডিমেম্বর রবিবার বিকালে মোঃ শফির বিল এলাকার মোঃ আলমের পুত্র নুরুল আমিন (২২) একই ইউনিয়নের ইমামের ডেইল এলাকার শামশুল আলমের যুবতী কন্যা ইয়াছমিন আক্তার (১৮) কে বিয়ে করার উদ্দেশ্য নিজ বাড়িতে নিয়ে যায়। নুরুল আমিনের পিতা-মাতা উক্ত সম্পর্কে কোন প্রকার মেনে নিতে রাজী না হয়ে বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে ইয়াছমিন আক্তার উপর চালানো হয় বর্বরোচিত মারধর ও পাশবিক নির্যাতন চালায়। ইয়াছমিন অমানবিক নির্যাতনে জ্ঞান হারালে এক পর্যায়ে নুরুল আমিনের পিতা-মাতা ও স্বজনেরা ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ইয়াছমিনের মুখে বিষ ডেলে দিয়ে হত্যার করার চেষ্টা চালায়।
ঘটনাকে ভিন্নভাবে প্রবাহিত করতে স্থানীয় এক আওয়ামীলীগ এবং কথিত সাংবাদিক মিলে অপপ্রচার চালিয়ে ঘটনা ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্ঠা চালাচ্ছেন বলে অভিযোগ করেন ইয়াছমিনের পিতা শামশুল আলম। তিনি আরো জানান, অসহায় দরিদ্র পরিবার হওয়ায় আসামীরা নানানভাবে ভয় ভীতি প্রদর্শন করছেন।
ভয়ভীতি প্রদর্শন এবং ঘটনাকে ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্ঠায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ঘটনার স্বীকির ইয়াছমিনের পিতা শামশুল আলম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।